ব্রাজিল-পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ নিয়ে মাশরাফির প্রেডিকশন

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।
মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
সুইজারল্যান্ড ইউরোপিয়ান দল। বাছাই পর্বে এবার ওরা ইতালির গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে আসছে। তাই এই দলটা ভালো কিছু করবে বলেই আমার বিশ্বাস। ক্যামেরুনও ভালো। কিন্তু বিগত বছরে ওদের ফলাফল খুব একটা ভালো না। তাই আমার মনে হয় এই ম্যাচ সুইসরাই জিতবে।
উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া
কাতার, ইরান ভালো না করলেও সৌদি আরব ও জাপান কিন্তু ভালো খেলেছে। সে ধারায় দক্ষিণ কোরিয়া এ ম্যাচেও অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তবে উরুগুয়ে কিন্তু এবার বেশ ভালো দল। ওদের বেশ কিছু দারুণ খেলোয়াড় রয়েছে যারা ইউরোপের বড় বড় ক্লাবে খেলে। তাই আমার মনে হয় শেষ পর্যন্ত উরুগুয়েই জিতে যাবে।
পর্তুগাল বনাম ঘানা
ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ সুযোগ বলা যায়। রোনালদো ছাড়াই বর্তমান পর্তুগালের সামর্থ্য আছে বিশ্বকাপে ভালো খেলার। আশা করছি ওরা তেমনই খেলবে। ঘানা হয়তো লড়াই করবে কিন্তু শেষ পর্যন্ত পর্তুগালই জিতবে মনে হচ্ছে।
ব্রাজিল বনাম সার্বিয়া
এইবারের ব্রাজিল দলটা অনেক স্ট্রং। র্যাঙ্কিংয়েও শীর্ষে। আগের কয়েকটা বিশ্বকাপের তুলনায়। নেইমার আছে। তবে ও ছাড়াও আরও অনেক খেলোয়াড় আছে যারা একাই পারে ম্যাচ ঘুড়িয়ে দিতে। সার্বিয়াও ভালো দল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠবে না। ম্যাচটা ব্রাজিলই জিতবে।
Comments