ব্রাজিল বনাম সার্বিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপে দেখা মিলছে দুর্দান্ত ফুটবলের। ছেড়ে কথা বলছে না ছোট দলগুলোও। বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়
কোথায়?
লুসাইল স্টেডিয়াম
নজরে থাকবেন যারা
ম্যাচে ভালো করতে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিতে হতে হবে নেইমারকে। সঙ্গে ভিনিসিউস-রাফিনহা-রদ্রিগো-রিচার্লিসনরা গতির ঝড়ের পাশাপাশি ড্রিবলিং ঝলক দেখালে ভয়ংকর হয়ে উঠতে পারে সেলেসাওরা।
সার্বিয়ারও আছে অভিজ্ঞ ও সম্ভাবনাময়ী কিছু তারকা। সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ মাঝমাঠে নেতৃত্ব দেবেন। আক্রমণের দায়িত্বটা সামলাতে হবে দুসান তাদিচ-দুসান ভ্লাহোভিচ-লুকা জোভিচদেরই।
সম্ভাব্য লাইন আপ
ব্রাজিল: (৪-২-৩-১): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, ভিনিসিউস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন
সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ
প্রেডিকশন
বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। অন্যদিকে সবশেষ ২০০৬, ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতেছে সার্বিয়া। তবে নিজেদের দিনে তারাও ঘটাতে পারে অঘটন।
সম্ভাব্য স্কোর:
ব্রাজিল ৩-১ সার্বিয়া
অন্যান্য পরিসংখ্যান
১) ১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।
২) শেষ ১৫টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ব্রাজিল। জিতেছে ১২টি ম্যাচে। গ্রুপ পর্বে তাদের শেষ পরাজয় ১৯৯৮ সালে নরওয়ের বিপক্ষে।
৩) ব্রাজিলের শেষ ১৯টি বিশ্বকাপ গোলে ৪২ শতাংশ সরাসরি জড়িত নেইমার। ছয়টি গোল করেছেন এবং দুটিতে সহায়তা করেছেন।
৪) সার্বিয়া (সার্বিয়া ও মন্টিনিগ্রো সহ) গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতে যোগ্যতা অর্জন করেছে। কিন্তু নয় ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে তারা।
৫) টানা ১৩টি আসরে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হয়েছে ব্রাজিল। সবশেষ ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল সেলেসাওরা।
৬) ব্রাজিলের বর্তমান দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন।
৭) আলেকজান্ডার মিত্রোভিচ সার্বিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপে ১৪টি শট নিয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন।
৮) তিতের অধীনে ব্রাজিল তাদের ২৪টি ম্যাচের মধ্যে ১৯টি জিতেছে (৪টি ড্র ও ১টি হার)।
Comments