ব্রাজিল ম্যাচের আগে সার্বিয়া কোচের হুঙ্কার, 'কাউকেই ভয় পাই না'

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। বরাবরই সম্ভাব্য বিজয়ী তালিকায় রাখা হয় দলটিকে। তাদের বিপক্ষে খেলতে নামলে যে কোনো দলই বাড়তি চাপে ভুগে থাকেন। সেলেসাওদের নিয়ে করতে হয় নানা বিশ্লেষণ। সেখানে বেশ নির্ভারই দেখা গেল সার্বিয়ান কোচ ড্রাগান স্টোজকোভিচকে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তো বটেই, কোনো দলকেই ভয় পান না বলে জানালেন এ কোচ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও সার্বিয়া। এ ম্যাচে পরিষ্কারভাবেই ফেভারিট। শুধু ইতিহাস-ঐতিহ্যের কারণেই নয়, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে দলটি। বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষেও তারা। দলে রয়েছেন এক ঝাঁক তারকা খেলোয়াড়। যদিও দল হিসেবে দারুণ সার্বিয়াও। তাদের দলেও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা একাই বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। কিন্তু তারপরও এ ম্যাচে এগিয়ে ল্যাতিন দলটিই।
এছাড়া গ্রুপ পর্ব পার হতে পারলে দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোর দলটিও এবার দারুণ শক্তিশালী। তাই বেশ কঠিন পথই পারি দিতে হবে ফিফা র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে থাকা সার্বিয়াকে। কিন্তু কোনো প্রতিপক্ষকেই ভয় পান না বলেই হুঙ্কার দিলেন স্টোজকোভিচ, 'আমরা বিশ্বের কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।'
ব্রাজিলের শক্তিমত্তা সম্পর্কে জানা থাকলেও নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী এ সার্বিয়ান কোচ, 'ব্রাজিল একটি দুর্দান্ত দল। কিন্তু আমার কাছে এই মুহূর্তে এটি একটি সোনালী প্রজন্ম রয়েছে এবং আমরা অবশ্যই একটি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমাদের অবশ্যই নিজেদের ফুটবলের দিকে মনোনিবেশ করতে হবে এবং ভালো প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করতে হবে।'
চার বছর আগে রাশিয়াতেও সার্বিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল ব্রাজিল। সেবার অবশ্য ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় সার্বিয়াকে। এরপর ইউরো ২০২০ এর জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে লুবিসা তুম্বাকোভিচের উত্তরসূরি হিসেবে নিযুক্ত হন স্টোজকোভিচ।
এদিকে দলের অন্যতম সেরা তারকা জুভেন্টাস উইঙ্গার ফিলিপ কস্টিকের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে সার্বিয়ার। তবে ইনজুরি থেকে ফিরেছেন স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রোভিচ। ফুলহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এ তারকা। এই মৌসুমে ১২টি প্রিমিয়ার লিগের ম্যাচে করেছেন নয়টি গোল। তবে গোড়ালির ইনজুরির কারণে ক্লাবের শেষ দুই ম্যাচে খেলা হয়নি তার।
Comments