পর্তুগালের জয়ের পর ‘অন্য কোন কিছুতে’ কিছু যায় আসে না রোনালদোর

Cristiano Ronaldo
ছবি: রয়টার্স

ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য এমন একটা শুরু যে খুবই দরকার ছিল তা নিয়ে দ্বিমত করবেন না খোদ পর্তুগিজ তারকাও। ক্রমাগত সমালোচনার তীরে বিদ্ধ হওয়া সময়ের অন্যতম সেরা ফুটবলার বিশ্বকাপের প্রথম ম্যাচেই গড়লেন ইতিহাস, তার দল পর্তুগালও পেল দারুণ এক জয়। ম্যাচ জিতে সিআর সেভেন জানালেন অন্য কোন কিছুই গায়ে মাখছেন না তিনি, পর্তুগালের জয়ই এখন তার ভাবনার কেন্দ্রজুড়ে।

বৃহস্পতিবার রাতে কাতারের দোহায় 'এইচ' গ্রুপের ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ৬৪ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার পর ৭৮ ও ৮০ মিনিটে দুই গোল করেন জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। ঘানার হয়ে ৭৩ মিনিটে আন্দ্রে আয়া সমতা আনার পর ৮৯ মিনিটে ব্যবধান কমান ওসমান বুকারি। তবে টানটান উত্তেজনার ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

ম্যাচটিতে অনন্য এক কীর্তি গড়েন রোনালদোও। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন তার দখলে। ম্যাচশেষে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা সংবাদকর্মীদের বলেন, 'আমার পঞ্চম বিশ্বকাপে এটা একটা দারুণ মুহূর্ত। আমরা জিতেছি। ভালোভাবে শুরু করেছি আমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জয়। আমরা জানি এই ধরণের প্রতিযোগিতায় প্রথম ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হয়।'  

নিজের নতুন রেকর্ড নিয়ে তিনি বলেন, 'এটা আরেকটা রেকর্ডও। এটা আমাকে খুবই গর্বিত করছে। আমি দলের চমৎকার পারফরম্যান্সের জন্য খুবই খুশি। এটা কঠিন ছিল কিন্তু জয় আমাদের প্রাপ্য ছিল।'

চলতি সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিশ্চিত হয়েছে রোনালদোর বিদায়। তবে সেসব নিয়ে এখন ভাবার সময় নেই পর্তুগিজ অধিনায়কের, 'বাকি সকল ঘটনা, এগুলোতে কিছুই যায় আসে না।'

আগামী সোমবার লুইস সুয়ারেজ-ভেদ্রিকো ভালভার্দের উরুগুয়ের বিপক্ষে আসল পরীক্ষাটা দিতে হবে রোনালদোর দলকে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করা উরুগুয়ানরা জয়ের জন্য যে মরিয়া হয়েই খেলবে, বলাই বাহুল্য।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

6h ago