ইংল্যান্ড-ইরান-কাতারের ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

কাতার বনাম সেনেগাল

উদ্বোধনী ম্যাচটা ভালো যায়নি কাতারের। যতটুকু শুনেছিলাম তাতে লড়াই আশা করেছিলাম সেদিন। আজ আশা করছি লড়াই করবে ওরা। সেনেগাল প্রথম ম্যাচে লড়াই করেও হেরেছে। সবমিলিয়ে আজ সেনেগালই জিতবে বলে মনে হচ্ছে।

নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর

প্রথম ম্যাচে যে ইন্টেনসিটি নিয়ে খেলেছে ইকুয়েডর তাতে এই ম্যাচটা আমি হাড্ডাহাড্ডি আশা করছি। তবে শেষ পর্যন্ত হয়তো জয়ের পাল্লা নেদারল্যান্ডসের দিকেই যেতে পারে। কিন্তু ইকুয়েডর আগের দিনের মতো খেলতে পারলে অঘটন হয়েও যেতে পারে।

ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আগের ম্যাচটা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তবে ওদের সামর্থ্য রয়েছে ভালো কিছু করার। অন্যদিকে ইংলিশরা প্রথম ম্যাচটা একপেশে লড়াই বানিয়ে ফেলেছিল। ওদের আত্মবিশ্বাসও অনেক উঁচুতে। তবুও আমি আশা করছি এই ম্যাচে সমানের সমান লড়াই হবে।

ওয়েলস বনাম ইরান

যে প্রত্যাশা ইরানের কাছে করেছিলাম বিশ্বকাপে দেখা গিয়েছে উল্টো। একেবারেই ছন্দহীন পারফরম্যান্স। অন্যদিকে ওয়েলস শুরুটা ভালোই করেছে। ফিনিশিং আরেকটু ভালো হলে আগের ম্যাচটা যুক্তরাষ্ট্রে বিপক্ষে জিতেও যেতে পারতো। তাই আমার মনে হচ্ছে এই ম্যাচটা ওয়েলসই জিতে যাবে।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago