মেক্সিকোর বিপক্ষে মেসির পরিসংখ্যান

ছবি: এএফপি

রীতিমতো দেওয়া পিঠ ঠেকে গিয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে চাইলে মেক্সিকোর বিপক্ষে আজ (শনিবার) জিততেই হবে তাদের। আর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলটির মূল ভরসা অধিনায়ক লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে মেসির রেকর্ডও ঈর্ষনীয়।

লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় অস্তিত্ব রক্ষার লড়াই আর্জেন্টিনার। মেক্সিকোর বিপক্ষের এ ম্যাচটি জাতীয় দলে মেসির ১৬৭তম ম্যাচ। মধ্য আমেরিকার দলটির বিপক্ষে মেসি খেলেছেন পাঁচটি ম্যাচ। যেখানে কখনোই হারেননি এ তারকা।

মেক্সিকোর বিপক্ষে মেসির পরিসংখ্যান

জয়:

ড্র:

হার:

আর্জেন্টিনার গোল: ১৪

মেক্সিকোর গোল:

মেসির গোল:

মেসির অ্যাসিস্ট:

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ফলাফল, যেখানে খেলেছেন মেসি

১) জার্মানি বিশ্বকাপ ২০০৬: আর্জেন্টিনা ২-১ মেক্সিকো। বদলি খেলোয়াড় হিসেবে মেসি খেলেছেন ৩৬ মিনিট এবং কোনো গোল পাননি।

২) কোপা আমেরিকা ২০০৭: আর্জেন্টিনা ৩-০ মেক্সিকো। একটি গোল পান মেসি, সঙ্গে করেন একটি অ্যাসিস্ট।

৩) প্রীতি ম্যাচ: আর্জেন্টিনা ৪-১ মেক্সিকো। একটি গোল করেন মেসি।

৪) দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০: আর্জেন্টিনা ৩-১ মেক্সিকো। একটি অ্যাসিস্ট করেন মেসি।

৫) প্রীতি ম্যাচ: আর্জেন্টিনা ২-২ মেক্সিকো। একটি গোল করেন মেসি।

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের অন্যান্য পরিসংখ্যান

১) ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মেক্সিকো। সে লড়াইয়ে ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে দুই দলের মধ্যকার তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে শেষবার ২০১০ সালে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

২) সব মিলিয়ে এ দুই দল মুখোমুখি হয়েছে ৩৫ বার। এরমধ্যে ১৬টি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। ১৪টি ড্র এবং মেক্সিকো জিতেছে ৫ বার।

৩) মেক্সিকো সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে জিতেছিল ২০০৪ সালে। কোপা আমেরিকায় সেবার আর্জেন্টিনাকে হারানোর পর দুটি ড্র সহ আটবার ল্যাতিন আমেরিকানদের কাছে হেরেছে তারা।

৪) মেক্সিকো বিশ্বকাপে তাদের শেষ ২১টি গ্রুপ পর্বের ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে। ১০টি জয় ও আটটি ড্র। এবং শেষ নয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ক্লিন শিট রেখেছে দলটি।

৫) বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আপসেটে আর্জেন্টিনার ৩৬ ম্যাচ অপরাজিত (২৫ জয় ও ১১ ড্র) থাকার রেকর্ড ভেঙেছে সৌদি আরব।

৬) নিজেদের শেষ তিনটি বিশ্বকাপ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে মেক্সিকো। মঙ্গলবার পোল্যান্ডের সাথে গোলশূন্য ড্র এবং ২০১৮ সালে সুইডেন ও ব্রাজিলের বিপক্ষে হারার ম্যাচে কোনো গোল করতে পারেনি। তবে টুর্নামেন্টে টানা চারটি ম্যাচে তারা কখনোই গোল করতে ব্যর্থ হয়নি।

৭) বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা কখনোই টানা দুটি ম্যাচে হারেনি।

৮) বিশ্বকাপে শেষ ছয় ম্যাচের চারটিতেই হেরেছে আর্জেন্টিনা।

৯) লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে তার শেষ পাঁচটি ম্যাচে গোল করেছেন। এর আগে শুধুমাত্র একবার (২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে) টানা ছয় ম্যাচে গোল করতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

31m ago