নেইমারকে ছাড়াও 'শতভাগ আত্মবিশ্বাসী' ব্রাজিল

কাতার বিশ্বকাপে 'অঘটন' থামছে না কিছুতেই। ছোট দলগুলোর সঙ্গে বড় দলগুলোর হোঁচট খাওয়া হয়ে পড়েছে নিয়মিত ঘটনা। আর এমন আসরে দলের সেরা তারকাকে ছাড়া মাঠে নামতে হলে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকবে যেকোনো দল। তবে ব্রাজিল ডিফেন্ডার মার্কুইনহোস জানালেন নেইমার না থাকলেও সুইজারল্যান্ডের বিপক্ষে শতভাগ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন তারা।

বৃহস্পতিবার রাতে 'জি' গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিটে চোটাক্রান্ত নেইমারকে উঠিয়ে আন্তনিকে মাঠে নামান কোচ তিতে। ম্যাচশেষে জানা যায় ইনজুরিতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পিএসজি ফরোয়ার্ড। ২০১৪ বিশ্বকাপেও চোটে পড়ে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচটিতে ৭-১ ব্যবধানে বিব্রতকর এক হার দেখে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

তবে এবারের ব্রাজিল দল নেইমারকে ছাড়াও নিজেদের খেলার মান ধরে রাখতে পারবে বলে আশাবাদী মার্কুইনহোস। রোববার সুইজারল্যান্ড ম্যাচের আগে বলেন, 'আমরা শতভাগ আত্মবিশ্বাসী। এখন আমাদের ইনজুরি সমস্যা রয়েছে। যারা তাদের (চোটাক্রান্ত খেলোয়াড়দের) জায়গায় খেলবে তাদের এই মুহূর্তের জন্য প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ যাতে আমরা আমাদের সেরাটা খেলতে পারি। আমি বিশ্বাস করি এই প্রতিভার কারণেই আমরা এই মান ধরে রাখতে পারব।'

সকল ধরণের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছেন বলেও জানান ২৮ বছর বয়সী এই পিএসজি ডিফেন্ডার, 'আমরা সবাই চাই নেইমারকে আমাদের সঙ্গে খেলায় পেতে। ২৬ জন খেলোয়াড়কে (পুরো আসর) পেতে আমাদের ভালোই লাগবে। কিন্তু আমরা প্রস্তুত ও আত্মবিশ্বাসী যে দেখাতে পারব আমাদের দলটা শক্তিশালী, ভালোভাবে প্রশিক্ষিত ও আমরা মুখোমুখি হতে পারি এমন যেকোন সমস্যার জন্য প্রস্তুত।'

সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরবর্তী খেলায় মাঠে নামবে সেলেসাওরা। এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের শীর্ষে আছে তারাই। সমান ম্যাচ খেলে সুইসদের নামের পাশেও আছে তিন পয়েন্ট। তাদের হারাতে পারলে শেষ ষোলর দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে ব্রাজিল।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago