আগামী বছরই যুক্তরাষ্ট্রে মেসি!

ছবি: এএফপি

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে লিওনেল মেসির। তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছে ফরাসি ক্লাবটি। তবে তাকে পেতে অনেক দিন থেকেই মুখিয়ে রয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। এবার তাদের সে স্বপ্ন সত্যি হতে পারে বলেই জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

সংবাদে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই পিএসজি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রেতে দেখা যাবে মেসিকে। এমএলএসের ইতিহাসে তিনি সবচেয়ে বড় অঙ্কের চুক্তি করেই আর্জেন্টাইন অধিনায়ককে দল টানতে যাচ্ছে ইন্টার মিয়ামি।

বার্সেলোনায় থাকাকালীন সময় থেকেই ক্লাবটির সঙ্গে মেসিকে নিয়ে অনেক গুঞ্জন ছিল। মিয়ামিও প্রকাশ্যেই তাকে পেতে আগ্রহ দেখায় অনেকবার। তবে এবার মৌসুম শেষে মেসি ফ্রি এজেন্ট হয়ে যাবেন বলেই উঠেপড়ে লেগেছে ক্লাবটি। শেষ পর্যন্ত কি হতে পারে, তা জানা যেতে বিশ্বকাপ শেষেই। 

ইন্টার মিয়ামির মেসিকে স্বাক্ষরের আগ্রহের ব্যাপারে মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ৯০ মিনিটকে জানিয়েছেন, 'তাদের (ইন্টার মিয়ামি) মেসিকে নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। আমাদেরও বিশ্বাস রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, মেসি এখনও বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ও নিজেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করবে।'

'আমাদের চ্যাম্পিয়নশিপে মেসির মত উঁচুমানের কেউ এলে তা নিঃসন্দেহে বড় ব্যাপার হবে। সেক্ষেত্রে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আরও বাড়বে। বিশ্ব ফুটবলে স্বতন্ত্র জায়গা করে নেবে। মেসিকে নিয়ে আরও এমএসএল-এর ক্লাব আগ্রহ দেখালে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই,' যোগ করে আরও বলেন গার্বার।

জানা গেছে, মেসির সঙ্গে তার দুই বন্ধু লুইস সুয়ারেজ ও চেক ফ্যাব্রিগাসকেও দেখা যেতে পারে মিয়ামিতে। মূলত মেসিকে যুক্তরাষ্ট্রে আনতেই এ দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে তারা। উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালে সুয়ারেজ এবং ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কোমোতে রয়েছে ফ্যাব্রিগাস।

বর্তমানে জাতীয় দলের হয়ে খেলতে আর্জেন্টিনার তাঁবুতে রয়েছেন মেসি। বিশ্বকাপ মিশনে কাতারে রয়েছে তাদের দল। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর মেক্সিকোর বিপক্ষে মেসি নৈপুণ্যে জিতেই দলটি টিকে আছে বিশ্বকাপে।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

7m ago