নেদারল্যান্ডস বনাম কাতার: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে কোন দুটো দল শেষ ষোলতে যাত্রা করবে তা জানা যাবে আজই (মঙ্গলবার)। স্বাগতিকরা ছিটকে গেছে আগেই, লড়াইয়ে টিকে রয়েছে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। ডাচরা নকআউট পর্বে প্রায় পৌঁছেই গেছে, যদি না আজ আরেকটি অঘটন ঘটে। হারলেই যে বিদায়, তাও নয়। রয়েছে নানা জটিল সমীকরণ। এসব পরিসংখ্যান মাথায় আছে লুইস ভন গলের শিষ্যদেরও, তাই শেষ ম্যাচে স্বাগতিকদের পরাস্ত করে নিশ্চিন্ত থাকতে চাইবে তারা।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

মঙ্গলবার, ২৯ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

কোথায়?

আল বাইত স্টেডিয়াম, আল খোর

নজরে থাকবেন যারা

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই গোল করা কডি গাকপোর দিকে আবারও চেয়ে থাকবে ডাচ ভক্তরা। ডিপাই, স্টিভেন বার্গউইনদেরও নিজেদের নামের প্রতি করতে হবে সুবিচার। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা কাতারের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ পর্ব শেষ করতে পারলে শেষ ষোলোতে জ্বলে উঠার বারুদ পাবে নেদারল্যান্ডস।

গোটা আসরে এখন পর্যন্ত জ্বলে উঠতে না পারা কাতারি আক্রমণের সামনে আজ শেষ সুযোগ নিজেদের প্রমাণের। দলটির তারকা আলমোয়েজ আলি এখন পর্যন্ত পাননি জালের দেখা। তার জন্যও যে শেষ সুযোগ আজ তা বলাই বাহুল্য।

সম্ভাব্য লাইন আপ

নেদারল্যান্ডস: (৩-৪-১-২): নোপার্ট (গোলরক্ষক), টিম্বার, ভ্যান ডাইক, আকে, ব্লিন্ড, ডি ইয়ং, কুপমেইনারস, ডামফ্রিস, গাকপো, বার্গউইন, ডিপাই।

কাতার: (৩-৫-২) বারশাম (গোলরক্ষক), খৌকি, আবদেলকরিম, মিগুয়েল, হোমাম, মাদিবো, হাইদোস, হাতেম, মোহাম্মাদ, আলি, মুনতারি

প্রেডিকশন

শক্তির বিচারে ডাচরা অনেক এগিয়ে। এদিকে এশিয়ার অন্য দলগুলো জ্বলে উঠলেও স্বাগতিক কাতার এখনও করে দেখাতে পারেনি তেমন কিছু। ফলে কোন ভুল না করলে আধিপত্য বিস্তার করেই জেতার কথা নেদারল্যান্ডসের।

সম্ভাব্য স্কোর:

নেদারল্যান্ডস ৩-১ কাতার

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপ তো বটেই, এর আগে কখনোই মুখোমুখি হয়নি নেদারল্যান্ডস ও কাতার।

২) এশিয়ান দলের বিপক্ষে বিশকাপে চারটি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস, যেখানে গোল করেছে দলটি এবং একবার হেরেছে।

৩) ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে কাতার। কোনো স্বাগতিক দেশ কখনোই টুর্নামেন্টের একটি আসরে তিনটি ম্যাচ হারেনি।

৪) জিতলে বা ড্র করলেই নকআউট পর্বে উঠবে নেদারল্যান্ডস। তবে হারলে দেখতে হবে অপর ম্যাচের ফলাফল। সেনেগালকে ইকুয়েডর হারালে নকআউট পর্বে যাবে ডাচরাই। তবে সেনেগাল জিতলে দেখা হবে গোল পার্থক্য।

Comments

The Daily Star  | English

High inflation, costly loans force firms to cut spending

Some manufacturers say they are now opting to reduce office utility consumption, optimise office supplies, minimise bank dependence, and find alternative funding sources.

12h ago