ইরান বনাম যুক্তরাষ্ট্র: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে ইরান। শেষ ষোলো যাত্রার সুবর্ণ সুযোগও রয়েছে তাদের। ড্র করলেও থাকবে সম্ভাবনা, কিন্তু সেক্ষেত্রে ইংল্যান্ডকে জিততে হবে ওয়েলসের বিপক্ষে। তবে কার্লোস কুইরোজের শিষ্যরা এই ঝুঁকি নিতে চাইবে না বলাই বাহুল্য, জয়ের দিকেই নজর থাকবে তাদের। অন্যদিকে দুই ম্যাচ ড্র করায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই যুক্তরাষ্ট্রের।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

মঙ্গলবার, ২৯ নভেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা

কোথায়?

আল থুমামা স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

মেহেদি তারেমি, সর্দার আজমাউনরা আরও একবার জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বেন তেমনটাই থাকবে ইরানি ভক্তদের প্রত্যাশা। সঙ্গে এহসান হাজসাফি, আলি ঘোলিজাদেহদের ধিরে রাখতে হবে ওয়েলস ম্যাচের ফর্ম। রক্ষণে মোর্তেজা পৌরালিগঞ্জি, রামিন রেজাইয়ানদের উজাড় করে দিতে হবে সামর্থ্যের সবটুকু। তবেই আরেকটি সাফল্যের গল্প লিখতে পারবে ইরান।

এশিয়ার পরাশক্তিদের চেপে ধরতে এবার জ্বলে উঠতেই হবে পুলিসিককে। তার সঙ্গে টিম ওয়েহ, হাজি রাইটদেরও গোলবারে হতে হবে সাবলীল। তাছাড়া মাঝমাঠে ওয়েস্টন ম্যাকেনি ও ডিফেন্সে সার্জিনো ডেস্টকেও রাখতে হবে ভূমিকা।    

সম্ভাব্য লাইন আপ

যুক্তরাষ্ট্র: (৪-৩-৩) টার্নার (গোলরক্ষক), রবিনসন, ডেস্ট, রিম, জিমারম্যান, মুসাহ, অ্যাডামস, ম্যাকেনি, পুলিসিক, রাইট, উইয়াহ

ইরান: (৪-৪-২) হোসেইনি (গোলরক্ষক), পৌরালিগঞ্জি, মোহাম্মাদি, রামিন, মজিদ, ঘোলিজাদেহ, সাফি, নুরোল্লাহি, এজাতোলাহি, আজমাউন, তারেমি

প্রেডিকশন

শক্তির বিচারে যুক্তরাষ্ট্র সামান্য এগিয়ে থাকলেও ও র‍্যাঙ্কিংয়ে খুব একটা পিছিয়ে নেই ইরান। এদিকে কাতারে এশিয়ান দলগুলোর একের পর এক অঘটনে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা চাপে থাকবেন পুলিসিকরা। তবে বড় মঞ্চের চাপ সামলে নিজেদের সামর্থ অনুযায়ী খেললে জয় ধরা দিতেই পারে তাদের হাতে। অন্যদিকে ইরান যদি আবারও দারুণ ফুটবল প্রদর্শন করে, আবাক হওয়ার কিছুই থাকবে না তাতে।

সম্ভাব্য স্কোর:

ইরান ১-১ যুক্তরাষ্ট্র

অন্যান্য পরিসংখ্যান

১) বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ১৯৯৮ সালে সেবার ২-১ গোলের ব্যবধানে জয় পায় ইরান। এরপর ২০০০ সালে একটি প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে এ দুই দল।

২) ইরানের করা শেষ আটটি বিশ্বকাপ গোলের প্রতিটিই হয়েছে দ্বিতীয়ার্ধে।

৩) ড্র হলে গ্রুপ পর্বে অপরাজিত থাকা সত্ত্বেও ৩২ দলের বিশ্বকাপ থেকে বাদ পড়া তৃতীয় দল হবে যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯৮ সালে বেলজিয়াম এবং ২০১০ সালে নিউজিল্যান্ড তাদের তিনটি ম্যাচই ড্র করেছিল।

৪) এর আগে ইরান কখনোই গ্রুপ পর্ব পার হতে পারেনি।

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago