ইংল্যান্ড বনাম ওয়েলস: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

জমে উঠেছে কাতার বিশ্বকাপ। গ্রুপ 'বি' তে দেখা মিলছে বেশ জটিল সমীকরণের। ওয়েলসের বিপক্ষে হারলে ইংল্যান্ডকে চেয়ে থাকতে হবে ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। সেই ঝুঁকি নিশ্চিতভাবেই নিতে চাইবেন না হ্যরি কেইনরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেই শেষ ষোল যাত্রা করতে বদ্ধপরিকর থ্রি লায়ন্সরা। অন্যদিকে ওয়েলস একরকম ছিটকেই গেছে বলা চলে। ইংলিশদের হারালেও ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচটি ড্রয়ের প্রার্থনা করতে হবে গ্যারেথ বেলদের। তাই শেষ ম্যাচ জয়ের পাশাপাশি অনেকটা ভাগ্যের ওপরও নির্ভর করছে তাদের পরবর্তী রাউন্ড যাত্রা।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

মঙ্গলবার, ২৯ নভেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা

কোথায়?

আহমদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

কেইন, রহিম স্টার্লিং, ফিল ফোডেনদের খেলতে হবে নামের প্রতি সুবিচার করে। মাঝমাঠে ডেক্লান রাইস, জুড বেলিংহামদেরও হতে হবে নিঁখুত। ডিফেন্সে হ্যারি ম্যাগুয়ার ও জন স্টোনসকে নিতে হবে ওয়েলস ফরোয়ার্ডদের শান্ত রাখার দায়িত্ব।

ওয়েলসের সাফল্যের জন্য অধিনায়ক বেলকে হতে হবে কাণ্ডারি। সঙ্গে ড্যানিয়েল জেমস, কিফার মুররা তাকে যোগ্য সমর্থন দিলে লাভবান হবে দল। ডিফেন্সে বেন ডেভিস, জো রোডনদের ইরান ম্যাচের ভুল শুধরে নামতে হবে মাঠে।

সম্ভাব্য লাইন আপ

ওয়েলস: (৩-৪-৩): হেনেসি (গোলরক্ষক), মেফান, ডেভিস, রোডন, রবার্টস, রামসি, আমপাদু, উইলিয়ামস, জেমস, বেল, মুর

ইংল্যান্ড: (৪-২-৩-১): পিকফোর্ড (গোলরক্ষক), ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, শ, রিস, বেলিংহাম, ফোডেন, মাউন্ট, স্টার্লিং, কেইন

প্রেডিকশন

শক্তির বিচারে এগিয়ে ইংল্যান্ড। তবে শেষ চেষ্টায় ভালো কিছু করে দেখাতে পারে ওয়েলসও। তবে তারকাবহুল ইংলিশ দল ভুল না করলে ম্যাচ জয়ের সম্ভাবনার পাল্লা ভারি থাকছে তাদেরই।  

সম্ভাব্য স্কোর:

ইংল্যান্ড ২-১ ওয়েলস

অন্যান্য পরিসংখ্যান

১) ইংল্যান্ড এবং ওয়েলস ১৮৭৯ সাল থেকে এখন পর্যন্ত ১০৩ বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে ৬৮ বার জিতেছে ইংল্যান্ড, ওয়েলস জিতেছে ১৪ বার এবং ২১টি ম্যাচ ড্র হয়েছে।

২) দুই দলের শেষ ছয়টি লড়াইয়ে জিতেছে ইংল্যান্ড। সবশেষ ২০২০ সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল দুই দল। যেখানে ইংল্যান্ড জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

৩) শেষ পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছে ইংল্যান্ড।

৪) একবিংশ শতাব্দীতে একমাত্র গ্যারেথ বেলই গোল করতে পেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago