ফিফা বিশ্বকাপ ২০২২

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কি খেলবেন দিবালা?

আর্জেন্টিনার আক্রমণভাগে সেরকম পারফর্ম করতে পারছেন না লাউতারো মার্টিনেজ। দিবালাকে খেলানোর কথা তাই উঠছে জোরেশোরে।
Paulo Dybala

চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে সংশয় ছিল পাওলো দিবালার। তাকে শেষ পর্যন্ত দলে রাখলেও ম্যাচে দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে রোমার এই ফরোয়ার্ড কি আসলেই ফিট আছেন? কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন ফিটনেস নিয়ে নেই সমস্যা। পোল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে বিবেচনায় থাকবেন তিনি।

আর্জেন্টিনার আক্রমণভাগে সেরকম পারফর্ম করতে পারছেন না লাউতারো মার্টিনেজ। দিবালাকে খেলানোর কথা তাই উঠছে জোরেশোরে। কিন্তু সেক্ষেত্রে ফিটনেস থাকতে হবে শতভাগ। প্রথম দুই ম্যাচে বদলি হিসেবেও যে নামানো হয়নি দিবালাকে।

সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানালেন, প্রথম দুই ম্যাচে তাকে খেলানো হয়নি কৌশলগত কারণে, 'ওটা ছিল কৌশলগত সিদ্ধান্ত। পাওলো (দিবালা) ফিটনেসের দিক থেকে ঠিক আছে। সেও সবার মতো মাঠে নামতে মুখিয়ে আছে। তাকে খেলানো যায় কিনা এই ব্যাপারে আমরা ভাবব, সিদ্ধান্ত নেব। দেখা যাক কি হয়।'

২০১৫ সালে অভিষেকের পর ২৯ বছর বয়েসী দিবালা আর্জেন্টিনার হয়ে কেবল ৩৪টি ম্যাচ খেলেছেন। ৩ গোলের সঙ্গে অ্যাসিস্ট করতে পেরেছেন ৬টি। প্রায়ই চোটে ভোগা এই তারকাকে পোল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে মাঠে। 

আজ (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পরের রাউন্ডে যেতে হলে ম্যাচটি জিততেই হবে লিওনেল মেসিদের। 

Comments

The Daily Star  | English
Facebook automatically logs out

Timeline not loading: Facebook hit with widespread outage

Facebook is reportedly experiencing technical difficulties, with several users unable to access their timelines. Complaints began surfacing around 10:30 AM Bangladesh time today, with users reporting a loading error that prevents anything from appearing on their timelines.

59m ago