'আর্জেন্টিনা না পারলে চাইব লাতিন আমেরিকার কেউ বিশ্বকাপ জিতুক'

ছবি: এএফপি

আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে না পারে তাহলে কাদের হাতে শিরোপা দেখতে চান লিওনেল স্কালোনি? দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ বলেছেন, লাতিন আমেরিকার কোনো দলই উঁচিয়ে ধরুক পরম আরাধ্য ট্রফিটি।

৯৭৪ স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে কাতারে গিয়েছে আসরের অন্যতম ফেভারিট আলবিসেলেস্তেরা। কিন্তু নকআউট পর্বে ওঠা নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে আছেন লিওনেল মেসিরা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা দলটি মেক্সিকোর বিপক্ষে সবশেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে।

বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। আর কোনো হিসাবনিকাশের মধ্য দিয়ে যেতে হবে না তাদের। ম্যাচটি ড্র হলেও পরের পর্বে তারা উঠবে যদি একই সময়ে শুরু হতে যাওয়া মেক্সিকো-সৌদি আরব ম্যাচও সমতায় শেষ হয়। এছাড়া, মেক্সিকো সৌদি আরবকে হারিয়ে দিলে এবং আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে গোল পার্থক্য আসবে বিবেচনায়। যাদের গোল ব্যবধান বেশি হবে, তারা পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। বর্তমানে আর্জেন্টিনার গোল ব্যবধান +১, মেক্সিকোর -২। তবে পোলিশদের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবে আর্জেন্টিনা। অধরা থেকে যাবে অধিনায়ক ও মহাতারকা মেসির শিরোপা জয়ের স্বপ্ন।

শেষ পর্যন্ত তেমন কিছু ঘটলে স্কালোনি কাদেরকে সমর্থন করবেন? তিনি যে মন্তব্য করেছেন, তাতে ইঙ্গিতটা আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দিকেই যায়। কাগজে-কলমে মেসিদের বাইরে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে কেবল সেলসাওদের। ইতোমধ্যে আসর থেকে ছিটকে গেছে ইকুয়েডর। একই অঞ্চলের উরুগুয়ের নকআউটে ওঠার সম্ভাবনাও খুব ক্ষীণ।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার গণমাধ্যমকে আর্জেন্টিনা কোচ বলেছেন, 'যদি আর্জেন্টিনা (শিরোপা জিততে) না পারে, তাহলে আমি চাইব যে লাতিন আমেরিকার কোনো দল বিশ্বকাপ জিতুক।'

প্রতিবেশী ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে ওঠায় খুশি স্কালোনি, 'আমি খুশি যে ব্রাজিল পরের পর্বে জায়গা করে নিয়েছে। আমি দক্ষিণ আমেরিকার ফুটবলের বিশাল ভক্ত। এর উল্টোটা যে বলে নিশ্চিতভাবেই সে ভুল করছে। ব্রাজিলে আমার অনেক ভালো বন্ধু রয়েছে। তারা দুটি ম্যাচ জিতেছে এবং আমি তাদেরকে শুভকামনা জানাই।'

সবশেষ ২০০২ সালে যৌথভাবে আয়োজিত জাপান-দক্ষিণ কোরিয়া আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আর্জেন্টিনা। সেবার সুইডেন ও ইংল্যান্ডের পেছনে থেকে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়েছিল তারা। নাইজেরিয়ার বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করলেও ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল দলটি। সুইডেনের বিপক্ষে শেষ ম্যাচে জয় দরকার থাকলেও কেবল ড্র করতে পেরেছিল তারা।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

3h ago