মরক্কো বনাম কানাডা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপ থেকে আগেই ছিটকে গেছে কানাডা। মরক্কোর বিপক্ষে তাই নেহায়েত নিয়ম রক্ষার লড়াই তাদের জন্য। এদিকে আশরাফ হাকিমিদের সামনে সুযোগ ৩৬ বছর পর নকআউট পর্বে জায়গা করে নেওয়ার। ম্যাচ জিতলে বা ড্র করলে কোন হিসাব নিকাশ ছাড়াই শেষ ষোল নিশ্চিত হবে আফ্রিকার দলটির। তবে হেরে গেলে পড়তে হবে ভাগ্য ও গোল ব্যবধানের জটিল সমীকরণের ফাঁদে।

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

কোথায়?

আল থুমামা স্টেডিয়াম, দোহা

নজরে থাকবেন যারা

ইউসেফ এন নেসিরি, হাকিম জিয়েশদের একের পর এক আক্রমণে ব্যস্ত রাখতে হবে কানাডা রক্ষণকে। সঙ্গে তাদের ফিনিশিংও হতে হবে মোক্ষম। রক্ষণে হাকিমি, নেয়েফ আগুয়ের্ডরা আরও একবার দেয়াল হয়ে দাঁড়ালে স্বপ্নের পথে অবিচল থাকবে মরক্কো। বেলজিয়াম ম্যাচের দুই গোলদাতা রোমেন সাইস ও জাকারিয়া আবুখলিল বদলী হিসেবে নেমে আবারও ভূমিকা রাখবেন, তেমন প্রত্যাশাই থাকবে ভক্তদের।

জোনাথন ডেভিডরা ফিনিশিং দুর্বলতা কাটাতে না পারলে এই ম্যাচেও ভালো কিছু অর্জন করতে পারবে না কানাডা। এছাড়া মাঝমাঠে তাজন বুকানন, আলফনসো ডেভিসদের দিতে হবে রক্ষণচেরা পাস।

সম্ভাব্য লাইন আপ

মরক্কো: (৪-৩-৩) বুনো (গোলরক্ষক), আগুয়ের্ড, হাকিমি, নৌসাইর, সাইস, আমাল্লাহ, আমরাবাত, ওনাহি, বোফাল, এন-নেসিরি, জিয়েশ

কানাডা: (৪-৪-২) ক্লেয়ার (গোলরক্ষক), মিলার, ভিটোরিয়া, জনস্টন, স্যাম, ডেভিস, ওসোরিও, কোন, বুকানন, লারিন, ডেভিড

প্রেডিকশন

ফর্মের বিচারে এগিয়ে থাকবে মরক্কোই। সঙ্গে কাতারে আফ্রিকার দেশগুলোর সাফল্যের ধারা অনুপ্রাণিত করবে তাদেরও। তবে কানাডাও চাইবে বিদায় নেওয়ার আগে অন্তত একটি জয় তুলে নিতে।  

সম্ভাব্য স্কোর:

মরক্কো ২-১ কানাডা

অন্যান্য পরিসংখ্যান

১) এই প্রথম কানাডা এবং মরক্কো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মোকাবেলা করছে।

২) এই ম্যাচ হারলে কানাডা বিশ্বকাপে তাদের প্রথম ছয় ম্যাচের সবকটিতে হেরে এল সালভাদরের রেকর্ড স্পর্শ করতে পারে।

৩) ২০১৬ সালের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচ হারতে পারে কানাডা।

৪) ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে মরক্কোর দরকার মাত্র এক পয়েন্ট।

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

7h ago