বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম কাতারে যেন হারিয়ে খুঁজছে নিজেদের। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় এসেছে অনেক ঘাম ঝরিয়ে, দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল মরক্কো হারিয়ে দিয়েছে তাদের। অন্যদিকে গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াও জয় তুলে নিতে পারেনি আফ্রিকান গ্রুপ প্রতিপক্ষদের বিপক্ষে। ফলে রবার্তো মার্তিনেজ ও জ্লাতকো দালিকের শিষ্যদের মধ্যে যারাই এই ম্যাচ জিতবে-কোন হিসেব নিকেশ ছাড়াই পরবর্তী রাউন্ডে পা রাখবে তারা। তবে ড্র করলে কপাল পুড়তে পারে এডেন হ্যাজার্ডদের। 

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-

কখন?

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা

কোথায়?

আহমদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

নজরে থাকবেন যারা

রোমেলু লুকাকু, হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনাদের স্বরূপে ফেরার শেষ সুযোগ এই ম্যাচে। জ্বলে উঠতে না পারলে সোনালী প্রজন্ম নিয়েও বিশ্বকাপ জিততে না পারার গ্লানি সঙ্গী হবে তাদের। হেরে গেলে তো নিশ্চিত বিদায়। কানাডার বিপক্ষে গোল করা মিচি বাতশুয়াইওকেও সুযোগ পেলে উঠতে হবে জ্বলে। পাশাপাশি হ্যাজার্ড-ডি ব্রুইনাদের ঝলক দেখারও প্রত্যাশায় থাকবেন ভক্তরা। গোলবারের সামনে মরক্কো ম্যাচের থিবো কর্তোয়াকে নিশ্চিতভাবেই চাইবেন না ভক্তরা, তার চিরচেনা কিপিংয়ের প্রত্যাশায় থাকবে সবাই।

কানাডা ম্যাচে জোড়া গোল করা আন্দ্রেজ ক্রামারিচকে আবারও হতে হবে তুরুপের তাস। সেই সঙ্গে ইভান পেরিসিচ মার্কো লিভাজাদেরও তাকে দিতে হবে যোগ্য সমর্থন। লুকা মদ্রিচকেও ফিরতে হবে চেনা রূপে। রক্ষণে জোসকো গারদিওল, দেজান লোভরেনদের করলে চলবে না কোন ভুল।

সম্ভাব্য লাইন আপ

বেলজিয়াম: (৩-৪-২-১): কর্তোয়া (গোলরক্ষক), ভেরটনগেন, অ্যাল্ডারভেইরাল্ড, কাস্টাগনে, মুনিয়ের, তিলেমানস, ভিটসেল, কারাসকো, ডি-ব্রুইনা, হ্যাজার্ড, লুকাকু 

ক্রোয়েশিয়া: (৪-৩-৩): লিভাকোভিচ (গোলরক্ষক), গার্দিওল, লোভরেন, জুরানোভিচ, সোসা, মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, ক্রামারিচ, লিভাজা

প্রেডিকশন

এই ম্যাচে ছেড়ে কথা বলবে না কোন পক্ষই। কাগজে কলমে ও সামর্থ্যের বিচারে কাউকে আলাদা করে এগিয়ে রাখা বেশ কঠিন। ফলে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। তবে গত ম্যাচে চার গোল করায় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়ে থাকবেন মদ্রিচরা।    

সম্ভাব্য স্কোর:

বেলজিয়াম ২-২ ক্রোয়েশিয়া

অন্যান্য পরিসংখ্যান

১) ২০০০ সাল ক্রোয়েশিয়া এবং বেলজিয়াম আটবার মুখোমুখি হয়েছে। যেখানে দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ। এবং অপর দুটি ড্র। বিশ্বকাপে এটাই তাদের প্রথম ম্যাচ।

২) ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের শেষ দুটি ম্যাচে জিতেছে বেলজিয়াম। সেই জয়ে তাদের তিনটি গোলই করেছিলেন রোমেলু লুকাকু।

৩) শেষ চারটি বড় টুর্নামেন্টের প্রতিটিতে অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বেলজিয়াম।

৪) বিশ্বকাপে ইউরোপীয় দেশগুলির বিপক্ষে তাদের ১০টির মধ্যে মাত্র দুটিতে হেরেছে ক্রোয়েশিয়া, যার দুটিই ফ্রান্সের বিপক্ষে (১৯৯৮ সেমিফাইনাল, ২০১৮ ফাইনাল)। বাকি ছয়টি জয় ও ২টি ড্র।

৫) সব প্রতিযোগিতায় শেষ ১৮ ম্যাচে ক্রোয়েশিয়ার একমাত্র পরাজয় ছিল জুনে নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে। বাকি ১২টি জয় ও ৫টি ড্র।   

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago