আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র

দ্বিতীয় রাউন্ডে যে এ দুইটা দল খেলবে তা মোটামুটি আগেই অনুমান করেছিলাম। হয়েছেও তাই। এখন পর্যন্ত বিশ্বকাপে ওরা কিন্তু অপরাজিত রয়েছে। তবে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে নেদারল্যান্ডস। বেশ শক্তিশালী একটি দল ওরা। গাপকো তো গোল্ডেন বুটের লড়াইয়ে আছে। তবে মার্কিনীরা যদি শেষ ম্যাচের মতো খেলতে পারে তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইরানের বিপক্ষে এক গোল জিতলেও প্রথমার্ধেই কিন্তু আরও গোল হতে পারতো।

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডে উঠবে এটা আমরা খুব একটা ভাবিনি। কারণ ওই গ্রুপে ফ্রান্স ও ডেনমার্ক ছিল। ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর ডেনমার্ক কিন্তু বিশ্বকাপের আগে দারুণ ফর্মে ছিল। ওদের হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তার মানে অস্ট্রেলিয়াকে মোটেও হালকা ভাবা যাবে না। বেশ গতিময় ফুটবল খেলে ওরা।

তবে আর্জেন্টিনা প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর এখন পর্যন্ত ধারাবাহিক ফুটবল খেলতেছে। পোল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করলেও দারুণ খেলেছে। মন ভরে গেছে। এমন খেলতে পারলে অনেক সুযোগই আসবে। দি মারিয়ার খেলাও ভালো লাগছে। অবশ্য আজকে নাও খেলতে পারে। ইনজুরি সমস্যা আছে একটু মনে হয়। দিবালাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে কোচ। আমার খুব পছন্দের খেলোয়াড়। রোমায় কিন্তু ভালো খেলছিল।

তবে নতুন খেলোয়াড় আলভারেজ, আলিস্টার, এঞ্জো ওদের আগের মতো দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচ দুইটায় ভালো খেলেছে। ওরা যদি এই ম্যাচেও ভালো খেলে তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। শুধু মেসি নির্ভর হলে তো সমস্যাই। যে যখন সুযোগ পাবে তা কাজে লাগাতে হবে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago