বড় দুঃসংবাদ পেল ব্রাজিল, বিশ্বকাপ শেষ জেসুস-তেলেসের

ছবি: এএফপি

সত্যি হলো শঙ্কা। চোটের কারণে কাতার বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেলেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস। ফলে শিরোপাপ্রত্যাশী ব্রাজিল শিবিরে লাগল জোর ধাক্কা।

শনিবার স্ট্রাইকার জেসুস ও ডিফেন্ডার তেলেসের বিশ্বকাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

আসরের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগের দিন শুক্রবার ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। ১-০ গোলে হেরে যাওয়া লড়াইয়ে শুরুর একাদশে ছিলেন জেসুস ও তেলেস। হাঁটুর চোট নিয়ে দুজনকেই মাঠ ছেড়ে যেতে হয়। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হন তেলেস, জেসুসকে উঠিয়ে নেওয়া হয় ১০ মিনিট পর।

এক বিবৃতিতে সিবিএফ বলেছে, 'শনিবার সকালে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের উপস্থিতিতে গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেসের পরীক্ষা করানো হয় এবং এমআরআই করে দেখা যায় যে তাদের ডান হাঁটুতে চোট রয়েছে এবং ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সেরে ওঠা তাদের জন্য অসম্ভব হবে।'

জেসুস ও তেলেসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে তিতের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে। কারণ, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও তিন খেলোয়াড় ভুগছেন চোটে। ফলে ব্রাজিল কোচের হাতে ২৬ জনের স্কোয়াডের মাত্র ২১ জন পুরো ফিট ফুটবলার আছেন।

সার্বিয়াকে হারিয়ে ব্রাজিলের বিশ্বকাপ শুরুর ম্যাচেই গোড়ালিতে চোট পান তারকা ফরোয়ার্ড নেইমার ও ডিফেন্ডার দানিলো। এখনও তারা মাঠে ফেরেননি। এরপর সুইজারল্যান্ডের বিপক্ষে নিতম্বে চোট পান আরেক ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। বাকি দুজনের মতো তিনিও খেলতে পারেননি ক্যামেরুনের বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ৯৭৪ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শুরু হবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

15h ago