পাকিস্তানের তিন সেঞ্চুরির পরও চালকের আসনে ইংল্যান্ড

প্রথম ইনিংসের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। ব্যাটিংয়ে নেমে তিন সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তান। তবে অল্প রানের ব্যবধানে স্বাগতিকদের তিন উইকেট তুলে নিয়ে ফের চালকের আসনে বসল সফরকারীরা।
শনিবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৯৯ রান। আগের দিন বিনা উইকেটে ১৮১ রান তুলে দিন শেষ করা দলটির ছন্দপতন হয়েছে দিনের শেষ সেশনে। এর আগে ইংলিশদের ৬৫৭ রানের পাহাড়ের জবাবে পাকিস্তানের পক্ষে সেঞ্চুরির দেখা পান আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও অধিনায়ক বাবর আজম।
তৃতীয় দিনের শুরুতে শতরানের দেখা পেয়ে যান দুই ওপেনার শফিক ও ইমাম। তবে এরপর আর ইনিংস বেশি বড় করতে পারেননি তারা। ২২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজনে। শফিক ও ইমাম যথাক্রমে উইল জ্যাকস ও জ্যাক লিচের শিকার হয়ে তারা সাজঘরে ফিরে যান পাঁচ ওভারের ব্যবধানে। তিনে নামা আজহার আলি বিদায় নেন থিতু হয়ে।
চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১২৩ রানের আরেকটি বড় জুটি গড়েন বাবর। সেঞ্চুরি তুলে নেন তিনিও। ১৩৬ রানে থামেন জ্যাকসের দ্বিতীয় শিকার হয়ে। এরপর খেই হারায় পাকিস্তান। মাত্র ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। আগামীকাল চতুর্থ দিনে ১৫৮ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে দলটি।
শফিক ২০৩ বলে ১১৪ রান করেন। ইমাম খেলেন ২০৭ বলে ১২১ রানের ইনিংস। বাবরের ব্যাট থেকে আসে ১৬৮ বলে ১৩৬ রান। ইংলিশদের হয়ে অফ স্পিনার জ্যাকস ৩ উইকেট নেন ১৩২ রানে।
এর আগে বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ড। ৭৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা তুলে ফেলে ৫০৬ রান। ওভারপ্রতি রান আসে ৬.৭৪ করে! সেঞ্চুরি হাঁকান জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুক।
Comments