ইংল্যান্ড-সেনেগাল ও ফ্রান্স-পোল্যান্ড ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

ফাইল ছবি: ফিরজ আহমেদ

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

ফ্রান্স বনাম পোল্যান্ড

এবারের বিশ্বকাপে আমার সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় ফ্রান্সকে। যদিও শেষ ম্যাচটা হেরেছে তারা, তবে সেটা কিন্তু রিজার্ভ বেঞ্চ যাচাই করতে গিয়ে। তো আমার কাছে মনে হয় না এ ম্যাচে তার কোনো প্রভাব পড়বে। দলের সবাই দারুণ ছন্দে আছে, তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই হয়। এমবাপে একাই পারে সব বদলে দিতে। জয়ের পাল্লাটা তাই দিকেই মনে হচ্ছে।

আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়ে হেরেছিল পোল্যান্ড। আজকে মনে হয় না এতোটা রক্ষণাত্মক হবে তারা। লেভানদোভস্কি জ্বলে উঠলে জয় পেতে কষ্ট হয়ে যাবে ফ্রান্সের। কোনো মতে যদি টাই-ব্রেকারে ম্যাচ যায় তখন কিন্তু ভিন্ন কিছু হতে পারে। ওদের গোলকিপার কিন্তু দুর্দান্ত।  

ইংল্যান্ড বনাম সেনেগাল

ইংল্যান্ড এবার ইরানকে উড়িয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে। মাঝে একটা ম্যাচে একটু বিবর্ণ থাকলেও ওয়েলসের বিপক্ষেও ভালো খেলেছে। সব ডিপার্টমেন্টেই ভালো ওরা। গত ইউরোতেও ওরা ফাইনাল খেলেছে। তাই এ ম্যাচটা আমার মনে হয় ওদের পক্ষেই থাকবে।

তবে সেনেগালও কিন্তু দারুণ খেলছে। প্রথম ম্যাচটা ডাচদের কাছে হারলেও পরের দুইটা ম্যাচে ভালো খেলেই জিতেছে। এই দলটাই যদি মানে থাকতো তাহলে বাজীটা ওদের পক্ষেই থাকতো। তবে মানেকে ছাড়াও ভালো খেলতেছে। ওদের আজকে মনে হয় একটা মিডফিল্ডার (ইদ্রিসা গায়া) নিষেধাজ্ঞায় পড়েছে। তবু আমি আশাবাদী যে ওরা দারুণ লড়াই করবে। ইংল্যান্ড জিতলেও কাজটা সহজ হবে না। 

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

10h ago