আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন হ্যাজার্ড

কাতার বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছিল ভয়। মরুর বুকের আসর শেষেই অনেক তারকা সমাপ্তি টানবেন তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের, এমন শঙ্কা ভর করেছিল অনেকের মনেই। শেষ পর্যন্ত সত্যি হলো তাই, বেলজিয়ামের হয়ে কাটানো ১৪ বছরের অধ্যায়ের ইতি টানলেন এডেন হ্যাজার্ড।

বুধবার সামাজিক মাধ্যমে নিজেই এই ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। ২০০৮ সালে প্রথমবার বেলজিয়ামের জার্সিতে মাঠে নেমেছিলেন হ্যাজার্ড। অবসরের ঘোষণায় এতোদিন তাকে সমর্থন জুগিয়ে আসা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৩১ বছর বয়সী উইঙ্গার।

নিজের স্বীকৃত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে হ্যাজার্ড বলেন, 'আজ একটি পাতা উল্টে গেলো... আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের অতুলনীয় সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ থেকে যে আনন্দ আপনারা আমার সঙ্গে ভাগাভাগি করেছেন তার জন্যও ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। (আমার) উত্তরাধিকারী প্রস্তুত আছে। আমি আপনাদের মিস করব।'    

দীর্ঘ ক্যারিয়ারে রেড ডেভিলদের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন সাবেক চেলসি তারকা। নামের পাশে আছে ৩৩ গোলও। অনেকদিন ধরেই ক্লাব কিংবা জাতীয় দল কোনখানেই নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছিলেন না হ্যাজার্ড। তবে বেলজিয়ামের জার্সিতে আর দেখা না গেলেও রিয়ালের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি।

কাতার বিশ্বকাপটা ভুলে যেতেই চাইবে বেলজিয়াম। 'সোনালী প্রজন্ম' নিয়ে এসেও গ্রুপ পর্ব পার হতে পারেনি দলটি। তিন ম্যাচে মাত্র একটিতে জয় তুলে নিতে পেরেছে তারা, সেটাও এসেছে খর্বশক্তির কানাডার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে কাগজে কলমে অনেক পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে হেরে বসে তারা। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করলেও নকআউট পর্বে যেতে যথেষ্ট ছিল না সেটা।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago