স্পেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো এনরিকেকে

মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই শুরু হয় লুইস এনরিকের চাকুরী হারানোর গুঞ্জন। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে স্পেনের কোচের দায়িত্ব থেকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির অনূর্ধ্ব-২ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনরিকের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), 'সাম্প্রতিক বছরে সিনিয়র দলের দায়িত্ব পালন করায় লুইস এনরিকে এবং তার কোচিং স্টাফকে ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ। স্পেনের তরুণ দল নিয়ে নতুন প্রজেক্ট শুরুর বিষয়টি উল্লেখ করে আরএফইএফ প্রেসিডেন্টকে প্রতিবেদন পাঠানো হয়েছে। যার লক্ষ্য সাম্প্রতিক বছরের উন্নতি অব্যাহত রাখা।'

অথচ গ্রুপ পর্বে কোস্টারিকাকে ৭-০ হারিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করেছিল এনরিকের শিষ্যরা। এরপর জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর জাপানে কাছে ২-১ গোলে হেরে যায় দলটি। ফলে 'ই' গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে মুখোমুখি হয় মরক্কোর। পেনাল্টি শ্যুটআউটে গড়ানো সেই ম্যাচে হেরে বিদায় নেয় স্পেন। টাই-ব্রেকারে সেদিন একবারও বল জালে পাঠাতে পারেনি স্পেনের ফুটবলাররা। সেই হারের সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেন এনরিকে। 

২০১৮ সালে বিশ্বকাপ চলাকালীন সময়ে জুলেন লোপেতেগির স্থলাভিষিক্ত হন এনরিকে। তার সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল চলতি বছর পর্যন্ত। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে না পারায় চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় দেশটির ফেডারেশন। 

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

He had recently survived a serious bout of double pneumonia.

26m ago