আর্জেন্টিনা দল একটি ক্লাবের মতো: লাম

যে ২৬ জনকে নিয়ে নিয়ে কাতারে এসেছেন লিওনেল স্কালোনি, তার প্রায় সব খেলোয়াড়কেই গত দুই তিন বছরে ঘুড়িয়ে ফিরিয়ে খেলিয়েছেন আর্জেন্টিনা দলে। ফলে খেলোয়াড়দের মধ্যে বেশ দৃঢ় একটি বন্ধন তৈরি হয়েছে। আর এটাই দলটির বড় শক্তি বলে মনে করেন সাবেক জার্মান অধিনায়ক ফিলিপ লাম। দলটা একটি ক্লাবের মতো গোছানো বলে মনে করেন তিনি।

কাতারে এবার ফেভারিট হিসেবে খেলতে এসেছে আর্জেন্টিনা। কিন্তু শুরুটা তেমনিভাবে করতে পারেনি দলটি। প্রথম ম্যাচেই হেরে যায় সৌদি আরবের কাছে। তখন শঙ্কা জেগেছিল প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার। তবে শঙ্কা কাটিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। সে ধারায় উঠেছে কোয়ার্টার ফাইনালেও।

শুরুটা খারাপ হলেও লাম বরাবরই আর্জেন্টিনাকে ফেভারিট তালিকায় রেখেছেন। তার কারণটাও জানিয়েছেন সাবেক এ ডিফেন্ডার, 'যদিও তারা (আর্জেন্টিনা) সৌদি আরবের বিপক্ষে হেরেছে, তারপরও প্রথম ম্যাচ থেকেই আমার ফেভারিটদের মধ্যে রয়েছে তারা। কারণ লিওনেল মেসির সঙ্গে কাজ ভাগ করে নেওয়ার জন্য অনেককেই খুঁজে পেয়েছে তারা।'

বর্তমান দলে মেসিকে সাহায্য করার মতো আরও অনেকে থাকায় আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন তিনি, '২০১৪ সালে, যখন তারা মারাকানায় ফাইনালে আমাদের কাছে হেরেছিল, তার (মেসি) সতীর্থরা আশা করেছিল যে, সে সবকিছুর সমাধান করে দিবে। ২০২২ সালে তারা এখন মেসির জন্য খেলে এবং সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে। আর্জেন্টিনা নিঃসন্দেহে এই বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ।'

আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিরও উচ্ছ্বসিত প্রশংসা করেন লাম, 'খেলোয়াড়রাই ফুটবলের সবকিছু। তবে ব্যক্তিগত দক্ষতার পরও যদি জিততে চান একটি সিস্টেম অনুযায়ী খেলতে হবে। স্কালোনি তার দলকে ক্রমাগত বল জেতার জন্য কাজ করেছে। এটি মজবুত রক্ষণাত্মক একটি কৌশল, বিশেষ করে যেহেতু স্কালোনি তার দলকে আক্রমণের দিকে ঠেলে দেয়।'

সবমিলিয়ে স্কালোনি দলটিকে একটি ক্লাবের মতো করে সুসংগঠিত করেছেন বলে মনে করেন এ জার্মান, 'সাধারণত, জাতীয় দলগুলোর একটি আদর্শ কোনো কাঠামো নেই, কারণ তারা খুব কমই একসঙ্গে অনুশীলন করতে পারে, তবে আর্জেন্টিনা দলটি একটি ক্লাবের মতো সংগঠিত হয়েছে। এটি দলের শক্তি।'

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago