কোহলির চোখে তবু রোনালদোই সর্বকালের সেরা

Virat Kohli
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সোমবার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন বিরাট কোহলি। টেস্টের জন্য লম্বা ব্যাটিং সেশনে নামার আগে তিনি ডুবলেন অন্য ভুবনে। নিজেদের ব্যস্ত সূচির ভিড়েও ক্রিকেটাররা যে চোখ রাখছেন ফুটবল বিশ্বকাপে। খানিক পর ফেসবুকে কোহলির দেওয়া পোস্টে সেটা বোঝা গেল আরেকবার। বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নেওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন কোহলি, ব্যাখ্যা করে জানিয়েছেন কেন রোনালদোই তার কাছে সর্বকালের সেরা খেলোয়াড়।

গত শনিবার রাতে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে  মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। ৩৭ পেরুনো রোনালদো খেলে ফেলেন বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সব কিছু জিতলেও বিশ্বকাপটা তার থেকে গেছে অধরা। এই মহাতারকা অশ্রু ভেজা চোখে শেষবারের মতো ছাড়েন বড় মঞ্চ। বিশ্বকাপে এবার পারফরম্যান্স দিয়ে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। পর্তুগিজ ফুটবলের মহারাজা হয়েও প্রথম একাদশে জায়গা হারানোর মতো পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাকে।

আলাদা ভূবনের বাসিন্দা হলেও রোনালদোর প্রবল ভক্ত কোহলি। আগেও একাধিকবার রোনালদোকে নিয়ে প্রশংসা করতে দেখা গেছে তাকে। ২০১৮ সালে একটি বিজ্ঞাপনে রোনালদোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে তার।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটার টেস্টের অনুশীলনে নামার  আগে রোনালদোকে নিয়ে ফেসবুকে দেন আবেগঘন বার্তা, কঠিন সময়ে সমর্থন জানান সিআরসেভেনকে,  'সারা বিশ্বের ক্রীড়া প্রেমীদের জন্য আপনি যা করেছেন কোন ট্রফি বা টাইটেল তা কেড়ে নিতে পারবে না। কোন শিরোপাই বোঝাতে পারবে না মানুষের উপর আপনি কতটা প্রভাব ফেলেছেন। যখন আমি এবং সারা দুনিয়ার অজস্র মানুষ আপনাকে খেলতে দেখে এটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার।'

'একজন মানুষের কাছে সত্যিকারের আশির্বাদ হচ্ছে হৃদয় দিয়ে খেলা। নিবেদনের প্রতিমূর্তি হওয়া যেকোনো ক্রীড়াবিদের জন্য সত্যিকারের প্রেরনা। আমার কাছে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, ক্রিস্তিয়ানো রোনালদো।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago