স্বপ্নের ফাইনালে ওঠার দিনে মেসির ৫ রেকর্ড

ক্রোয়েশিয়াকে হারিয়ে আরও একটি বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। স্বপ্নের ট্রফিটি ছুঁয়ে দেখার আরও কাছে এলেন লিওনেল মেসি। এ শিরোপা জিততে পারলে নিজেকে অনন্য উচ্চতায় তুলবেন নিশ্চিতভাবেই। তবে এদিন ব্যক্তিগতভাবেও পাঁচটি কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

একাদশ ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন মেসি। ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি লোথার ম্যাথিউজকে। বিশ্বকাপের আসরে এতো দিন ২৫টি ম্যাচ খেলে সবার উপরে ছিলেন এই জার্মান তারকা। এদিন তাকে স্পর্শ করে আর্জেন্টিনার হয়ে ২৫টি ম্যাচ খেলেন মেসিও। অনাকাঙ্ক্ষিত কিছু না হলে ফাইনালে ম্যাথিউজকে ছাড়িয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

একই সঙ্গে অধিনায়ক হিসেবেও গড়েছেন অনন্য এক রেকর্ড। সাবেক বার্সা সতীর্থ রাফায়েল মার্কুয়েজকে পেরিয়ে গেলেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আগের ম্যাচেই এ মেক্সিকান ডিফেন্ডারের খেলা ১৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। এদিন ছাড়িয়ে গেলেন তাকে।

গোল ও অ্যাসিস্ট করে অনবদ্য রইলেন মেসি, ঝুলিতে পুরলেন আরও তিন রেকর্ড। মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর ম্যাচে পেনাল্টি আলবিসেলেস্তেদের পক্ষে প্রথম গোল করেন মেসি। তাতে ভাঙলেন স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলের রেকর্ড।

বাতিস্তুতার ১০ গোল ছিল এতোদিন বিশ্বকাপে কোন আর্জেন্টাইনের সর্বোচ্চ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই তাকে ছুঁয়ে ফেলেছিলেন মেসি, ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে গেলেন ছাড়িয়ে। ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরে ১২ ম্যাচ খেলে ১০ গোল ছিল সাবেক আলবিসেলেস্তে ফরোয়ার্ড বাতিস্তুতার নামের পাশে। অন্যদিকে ২৫ ম্যাচ খেলে মেসির গোল এখন ১১।

পরের দুটি গোল করেন আলভারেজ। প্রথমটির উৎস হলেও দ্বিতীয় গোলের যোগানদাতা মেসিই। তাতে অ্যাসিস্টে স্পর্শ করলেন আরেক স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট করে সবার উপরে ছিলেন এ কিংবদন্তি। তাকে ছুঁয়ে ফেলেন মেসি।

মেসির আট অ্যাসিস্টের ছয়টিই হয়েছে নকআউট পর্বে। তাতে আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন সাবেক এ বার্সা তারকা। নকআউট পর্বে সবচেয়ে বেশি ছয়টি অ্যাসিস্ট এতোদিন ছিল শুধু ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। এদিন তাকে স্পর্শ করে ফেলেন মেসি।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

14m ago