এমবাপেকে আটকাতে বিশেষ কোনো পরিকল্পনা নেই মরক্কোর

মেসি-রোনালদোদের যুগের পর সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ই মানা হয় কিলিয়ান এমবাপেকে। মাত্র ২৩ বছর বয়সেই নিজেকে অনন্য উচ্চতায় তুলে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ শিবিরে তার নাম থাকা মানে কপালে দুশ্চিন্তার ভাঁজ কোচদের। সেখানে এই ফরাসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করছেন না মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি।

আর এবারের বিশ্বকাপেও জাদুকরী ছন্দে আছেন এমবাপে। এখন পর্যন্ত ৫টি গোল দিয়েছেন। সঙ্গে করেছেন ২টি অ্যাসিস্টও। যৌথভাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে রয়েছে গোল্ডেন বুটের দৌড়ে। এখনও আরও দুটি ম্যাচ রয়েছে তার হাতে। সেক্ষেত্রে এ রেসে জয়ী হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই এগিয়ে আছেন এ তরুণ।

অথচ তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করছেন না রেগরগি। মূলত শিষ্য আশরাফ হাকিমি থাকায় অনেকটা নির্ভার তিনি। এমবাপের সঙ্গে একই ক্লাব পিএসজিতে খেলেন হাকিমি। সময়ের অন্যতম সেরা রাইটব্যাকই মানা হয় তাকে। চলমান বিশ্বকাপে সর্বোচ্চ ১৯বার প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকেল করেছেন। ১৫ বার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে সক্ষম হয়েছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রেগরাগি বলেন, '(আশরাফ) আমার চেয়ে ভালো চেনে এমবাপেকে। ও প্রতিদিন তার সঙ্গে অনুশীলনে করে, আমি নিশ্চিত যে কিলিয়ানের ব্যাপারে ও আমার চেয়ে ভালো অবস্থানে আছে। এমবাপেকে মোকাবেলা করার জন্য আমি কোনো পরিকল্পনা তৈরি করতে যাচ্ছি না, দুর্ভাগ্যবশত আমাদের জন্য ফ্রান্সের অন্যান্য দুর্দান্ত খেলোয়াড়ও রয়েছে। (আতোঁয়ান) গ্রিজম্যান ছন্দে আছেন, অন্য উইংয়ে এমবাপের মতো দারুণ খেলছে (উসমানে) দেম্বেলেও।'

শুধু এমবাপে নয়, পুরো ফ্রান্স শিবিরকে নিয়েই ভাবছেন এ মরক্কান কোচ, 'এমবাপেকে ফোকাস করা ভুল হবে। হাকিমিও তার অবস্থানে বিশ্বের সেরাদের একজন তাই এটা দুটি চ্যাম্পিয়নের মধ্যে একটি দুর্দান্ত লড়াই হবে। উভয়ই সেরাটা দিতে মুখিয়ে থাকবে। আমাদের কিলিয়ানের দিকে ফোকাস করার চেয়ে আমরা কীভাবে ফ্রান্সের জন্য সমস্যা সৃষ্টি করব সেটা নিয়ে ভাবতে হবে। আমি নিশ্চিত হাকিমি তার খেলার সেরা অবস্থানেই থাকবে।'

আজ বুধবার রাতে ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। আল খোরের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ে আগামী রোববার মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে।

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers clash with locals in Gulshan, Banani

Several drivers took to the streets, blocking parts of Gulshan and Banani, causing traffic congestion

18m ago