ফরাসি হলেও মরক্কোকে সমর্থন করবেন সৌদি কোচ

জন্ম ফ্রান্সে। বেড়েও উঠেছেন এই দেশটিতেই। পেশাগত কারণে বর্তমানে সৌদি আরবের কোচের দায়িত্ব পালন করছেন হার্ভে রেনার্ড। তবে পাসপোর্ট ব্যবহার করেন ফ্রান্সেরই। কিন্তু তারপরও বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্স নয়, মরক্কোকে সমর্থন করছেন এ কোচ।

বিশ্বকাপের ফাইনালের টিকিট এরমধ্যেই কেটেছে আর্জেন্টিনা। তাদের সঙ্গী হতে দ্বিতীয় সেমি-ফাইনালে আজ বুধবার রাতে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। শক্তি-সামর্থ্যের বিচারে এ ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট ফরাসিরা। তবে ছেড়ে কথা বলবে আসরের একমাত্র অপরাজিত দল মরক্কো। এ লড়াইয়ের আগে আলোচনা মরক্কানদের সমর্থন নিয়ে।

আরব বিশ্বের দেশ কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই মরক্কোর সমর্থন থাকছে বেশি। দলে দলে সমর্থকরা এখনও উড়ছেন কাতারে। এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সমর্থকরা আওয়াজ তুলছেন মরক্কোর পক্ষে। সেই ভিড়ে রেনার্ডের সমর্থন পেতেই পারতো ফ্রান্স। কিন্তু ফরাসি হয়েও উল্টো মরক্কোকে সমর্থন করছেন এ কোচ।

বর্তমানে সৌদির কোচ হলেও এর আগে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মরক্কোর কোচ ছিলেন রেনার্ড। দেশটির ফুটবলের উত্থানের পেছনে দারুণ অবদান রয়েছে তারও। এছাড়া আরব বিশ্বের ফুটবলের উত্থানের জন্যও মরক্কোর জয় কামনা করছেন রেনার্ড।

আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনার্ড বলেছেন, 'আমি একজন ফরাসি, আমার ফ্রান্সের পাসপোর্টও রয়েছে কিন্তু আমি মরক্কোকে সমর্থন করছি।'

'আমি একদল খেলোয়াড় এবং ফুটবল ভালবাসে এমন একটি দেশের সঙ্গে একটি দারুণ সাহসিকতার সঙ্গে কাজ করেছি...তারা খুব গর্বিত; তাদের এটা প্রাপ্য। তাদের এত আবেগ আছে যে অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু আজ এটি ব্যতিক্রমী একটি পুরস্কার,' সাবেক শিষ্যদের নিয়ে এমনটাই বলেন রেনার্ড।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago