গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপেকে চোখ রাঙাচ্ছেন দুই সতীর্থ

মাসব্যাপী তুমুল উত্তেজনা, নাটক ও অবিশ্বাস্য সব চমকের পর পর্দা নামার অপেক্ষায় কাতার বিশ্বকাপ। ৩২ দলের লড়াই পরিণত হয়েছে দুই দলের দ্বৈরথে। ফাইনালের দুই দল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে কারা উঁচিয়ে ধরবে সর্বোচ্চ মর্যাদার ট্রফি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। সেই সঙ্গে মর্যাদার আরেক পুরস্কার গোল্ডেন বুট জিতবেন কে, তা নিয়েও হচ্ছে নানা জল্পনা-কল্পনা। সর্বোচ্চ গোলদাতা হবার এই লড়াইয়ে আছেন আর্জেন্টিনা ও ফ্রান্সের দুজন করে ফুটবলার।

পাঁচ গোল করে যৌথভাবে গোলদাতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দুজনেই খেলেছেন ছয়টি করে ম্যাচ। আর্জেন্টিনা ও ফ্রান্সের সবচেয়ে বড় তারকা তারাই। দুজনেই খেলছেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে।

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্যতীত সব ম্যাচেই একটি করে গোল করেছেন মেসি। তবে তার পাঁচ গোলের তিনটিই এসেছে পেনাল্টি থেকে। সৌদি আরব, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে সফল স্পটকিক নিয়েছিলেন ক্ষুদে জাদুকর।

অন্যদিকে ২৩ বছর বয়সী এমবাপে গোল পেয়েছেন তিনটি ম্যাচে। ডেনমার্ক ও পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন পিএসজি তারকা, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন এক গোল। একটি গোলও পেনাল্টি থেকে করেননি তিনি।

চারটি করে গোল করে মেসি-এমবাপের ঠিক পরেই আছেন তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ ও অভিজ্ঞ অলিভিয়ের জিরু। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর ম্যাচে জোড়া গোল করে অবদান রাখেন ২২ বছর বয়সী আলভারেজ। এর আগে পোল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার করে লক্ষ্যভেদ করেছিলেন ম্যানচেস্টার সিটির এই তরুণ ফুটবলার।

৩৬ বছর বয়সী জিরু এই বয়সে এসেও প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন নিজেকে। গোলবারের সামনে যে তিনি এখনও ভয়ংকর কাতার বিশ্বকাপে সেটা আরেকবার সমালোচকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এসি মিলান তারকা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের পর নকআউটের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে পোল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে করেছেন একটি করে গোল।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago