বেনজেমার পরিস্থিতি পরিষ্কার করলেন দেশম

চোট কাটিয়ে ফের ফ্রান্স দলে ফিরছেন করিম বেনজেমা। ফ্রান্সের শীর্ষস্থানীয় সাংবাদমাধ্যমের বরাতে গত কয়েক দিন এমন গুঞ্জনেই সয়লাব ছিল ফুটবল অঙ্গন। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। বর্তমানে স্কোয়াডে থাকা ২৪ জন খেলোয়াড় ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবছেন না এ কোচ।

২৬ জনের দল ঘোষণার পর অনুশীলনের সময় অনাকাঙ্ক্ষিত এক চোটে পড়ে ছিটকে যান বেনজেমা। এরপর বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়েন লুকাস হার্নান্দেজ। এ দুই খেলোয়াড়ের কোনো বিকল্প নেয়নি ফ্রান্স। তাই সুস্থ হলে তাদের ফেরাতে কোনো সমস্যা নেই দলটির। কিন্তু এমন কোনো কিছুই ভাবছেন না দেশম।

সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে দিয়ে এ কোচ বলেন, 'আমাদের কিছু খেলোয়াড় আহত হয়েছে এবং করিম বেনজেমা তাদের মধ্যে একজন এবং লুকাস হার্নান্দেজও প্রথম ম্যাচে চোট পেয়েছিল। সেই থেকে, আমার স্কোয়াডে ২৪ জন খেলোয়াড় রয়েছে এবং নিষ্পত্তির জন্য তারাই আছে আমার কাছে। তাই আমি মনে করি না যারা এখানে নেই তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা সেই খেলোয়াড়দের জন্য ন্যায়সঙ্গত'

বিকল্প খেলোয়াড় স্কোয়াডে না নেওয়ায় চাইলেই বেনজেমাকে দলে নিতে পারেন দেশম। চোট কাটিয়ে এরমধ্যে রিয়ালে নিয়মিত অনুশীলন করছিলেন বেনজেমা। এমনকি লেগানেসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অংশ নিয়েছেন। এদিকে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ, বিশ্বকাপে ফিরতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ছুটি নিয়েছিলেন বেনজেমা।

আগের দিন ফরাসি সংবাদমাধ্যম জানায় ফের অবনতি হয়েছে দেশমের সঙ্গে বেনজেমার সম্পর্কের। আর সে গুঞ্জনে ঘি ঢেলেছেন খোদ বেনজেমা। 'আমি কোনো কিছুর পরোয়া করি না' লিখে শুক্রবার রাতে সামাজিকমাধ্যমে পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দেন এ রিয়াল তারকা।

জানা গেছে দলে না থাকলেও ফ্রান্সের ম্যাচ দেখতে আসবেন দেশম। তবে এসব নিয়েও ভাবছেন না কোচ, 'কে খেলা দেখতে আসবেন, সাবেক না আহত খেলোয়াড় এটা আমার সিদ্ধান্ত নয়। আমি আমার স্কোয়াড এবং আমার খেলোয়াড়দের দিকে মনোনিবেশ করি। আমরা তিনজন ক্রিস্টোফার এনকুঙ্কু, করিম বেনজেমা এবং লুকাস হার্নান্দেজকে হারিয়েছি। যদিও তারা শুরুতে স্কোয়াডে ছিল তবে তাদের হারিয়েছি। এখন আমি আমার ২৪ সদস্যের স্কোয়াডে ফোকাস করছি এবং তারাই আগামীকাল আমার হাতে থাকবে।'

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago