দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারানে-কোনাতে

ফাইনাল ম্যাচের দুই দিন আগে বেশ বড় ধাক্কার মতোই আসে সংবাদটা। নতুন করে 'ক্যামেল ফ্লু'র উপসর্গ দেখা যায় দুই ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। তবে আশার খবর সুস্থ রয়েছেন তারা। এমনকি শনিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন এ দুই ডিফেন্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে ফরাসি সংবাদ মাধ্যম লা'কিপ।

আগের দিন লা'কিপ জানিয়েছিল, ক্যামেল ফ্লু'তে আক্রান্ত হয়েছেন ভারানে ও কোনাতে। তবে উপসর্গ ছিল খুবই হালকা। যদিও ভারানের চেয়ে কোনাতের মধ্যে লক্ষণ ছিল কিছুটা বেশি। যে কারণে তখনই আলাদা করে রাখা হয়েছে তাদের। ব্লুজ কর্মীদের অধীনে পর্যবেক্ষণে থাকেন তারা। এদিন কোনাতে ও ভারানে দুই জনেরই অবস্থার উন্নতি দেখা যায়। যে কারণে দলের সঙ্গে যোগ দেন এ দুই খেলোয়াড়। 

এর আগে সেমি-ফাইনালের আগেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওট উপামেকানো ও আদ্রিয়েন রাবিও। এর পরদিন সে তালিকায় যোগ দেন কিংসলে কোমান। মূলত মূলত মরুর দেশ কাতারের স্টেডিয়ামগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে অসুস্থ হয়ে পড়ছেন বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার রাতে বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

কী এই ক্যামেল ফ্লু? 

ক্যামেল ফ্লু হলো মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমের (এমইআরএস) সাধারণ নাম যা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাল শ্বাসযন্ত্রের রোগ। একটি জুনোটিক ভাইরাস যা প্রাণী এবং মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে। প্রাণীদের মধ্যে উটই বেশি আক্রান্ত হয় এ ভাইরাসে। ২০১২ সালে এটা সৌদি আরবে প্রথম শনাক্ত করা হয়েছিল এবং এরপর থেকে এখন পর্যন্ত ২৬০০ মানুষের মধ্যে এ ভাইরাস দেখা গিয়েছে। তাতে মৃত্যুর সংখ্যা প্রায় ১০০০। যদিও এরমধ্যে ৮০ শতাংশ সৌদি আরবেই সীমাবদ্ধ।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

6h ago