'বিশ্বকাপ অন্য সবার চেয়ে বেশি প্রাপ্য মেসির'

ক্যারিয়ারে প্রায় সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। কিন্তু এতো কিছুর পরও একটি অপূর্ণতা রয়ে গেছে তার। বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। আর তার শেষ সুযোগটা হয়তো আজ (রোববার) রাতেই পাচ্ছেন মেসি। এবার কি পারবেন তিনি? উত্তরটা মিলবে রাতেই। তবে অন্য যে কেউর চেয়ে এই শিরোপার দাবীদার মেসিই বেশি বলে মনে করেন তার সতীর্থ ডিফেন্ডার নাহুয়েল মলিনা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ রাতে ফিফা বিশ্বকাপে ২০২২'এর ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। দলের অন্য সবার মতো এই ম্যাচটা মেসির জন্য জিততে চান মলিনা। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে বলেন, 'আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই বিশ্বকাপে এমন কিছু ঘটবে। দায়িত্ব নিয়ে খেলতে হবে। তবে শুধু আমি একাই না যে লিওর জন্য এটা করব। আমি মনে করি সে এটা (বিশ্বকাপ) অন্য সবার চেয়ে তার বেশি প্রাপ্য।'

পথটা অবশ্য সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। ফেভারিট হিসেবে আসলেও প্রথম ম্যাচেই বড় ধাক্কা, অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরবের কাছে হেরে যায় দলটি। সে ধাক্কা সামলে একে একে বাকি সব ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে দলটি। যা রীতিমতো অবিশ্বাস্য লাগছে মলিনার কাছে, 'একটি অবিশ্বাস্য, খুব কঠিন পথ ছিল। আমি মনে করি দলটি জানত কীভাবে টিকে থাকতে হয়, সব ম্যাচে, যেগুলো খুব কঠিন ছিল এবং আমরা অনেক ভুগেছি। এই পর্যন্ত আসা আমাদের প্রাপ্য ছিল।'

তবে আর্জেন্টিনার স্বপ্নে বড় বাধা হয়ে উঠতে পারেন কিলিয়ান এমবাপে। মেসির এই সতীর্থের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে জয় পাননি খোদ মেসিও। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেরা কি করতে পারবেন তাই নিয়ে ভাবছেন মলিনা। নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে পারলে জয় তারাই পাবেন বলে মনে করেন এ ডিফেন্ডার, 'সে (এমবাপে) তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী করব। আমরা আমাদের কাজ নিয়ে উদ্বিগ্ন। এটা একটা সুন্দর ফাইনাল হতে যাচ্ছে।'

কাতারে বিশ্বকাপ আয়োজিত হলেও এবার যেন ঘরের আমেজ পাচ্ছে আর্জেন্টিনা। যা নিঃসন্দেহে বাড়তি উদ্দীপনা দিয়েছে তাদের। তাই সমর্থকদের জন্যও জিততে চান মলিনা, 'সকল আর্জেন্টাইন যারা এখানে এসেছেন এবং সবকিছু ত্যাগ করে এসেছেন, তাদের জন্য করতে হবে। আমি আশা করছি আমরা সবাই এটা উপভোগ করতে পারব, ম্যাচটা ফাইনালের মতোই হবে। সমর্থকরা আমাদের মতো এটা উপভোগ করতে পারবেন।'

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago