আর্জেন্টিনার একাদশে ফিরলেন দি মারিয়া, ফ্রান্সে উপামেকানো-রাবিও

ফাইনালের মঞ্চেই ফিরবেন আনহেল দি মারিয়া, তা অনেকটাই অনুমিত ছিল। শেষ পর্যন্ত ফিরেছেন এ জুভেন্তাস তারকা। অন্যদিকে 'ক্যামেল ফ্লু' থেকে সুস্থ হয়ে ফ্রান্সের একাদশে ফিরেছেন দাওত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও।

রোববার ফিফা বিশ্বকাপ ২০২২'এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

নিষেধাজ্ঞা থেকে মার্কা আকুনিয়া ও গনসালো মন্তিয়েলের ফিরলেও তাদের মূল একাদশে রাখেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ভরসা রেখেছেন নিকোলাস তাগলিয়াফিকো ও নাহুয়েল মন্তিয়েলের উপরই। একজন সেন্টারব্যাক বাড়িয়ে লিসান্দ্রো মার্তিনেজকে নেওয়ার গুঞ্জন থাকলেও নেওয়া হয়নি। সেন্টারব্যাক আছেন নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো।

দি মারিয়াকে সবশেষ গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে মাঠে নেমেছিলেন এই জুভেন্তাস তারকা। চোটে পড়ার আগে খেলতে পেরেছিলেন ৫৯ মিনিট। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ১০ মিনিট খেলেছিলেন। আক্রমণভাগে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের সঙ্গে যোগ দিবেন দি মারিয়া।

মাঝমাঠে যথারীতি থাকছেন এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার। আর যথারীতি গ্লাভস থাকছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে।

অন্যদিকে ক্যামেল ভাইরাসে আক্রান্ত হয়ে সেমি-ফাইনালে মরক্কোর বিপক্ষে ছিলেন না ফ্রান্সের ডিফেন্ডার দাওত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। তাদের জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ইব্রাহিমা কোনাতে ও ইউসুফ ফোফানা।

অনুশীলনে হালকা চোট পায়ায় নানা গুঞ্জন অলিভিয়ের জিরুকে নিয়ে। শেষ পর্যন্ত একাদশে রয়েছেন এ ফরোয়ার্ড। তার দুই পাশে খেলবেন উসমানে দেম্বেলে ও কিলিয়ান এমবাপে। তাদের ঠিক পেছনে যথারীতি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন আতোঁয়ান গ্রিজমান। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অহেলিয়া চুয়ামেনির সঙ্গে থাকছেন রাবিও।

রক্ষণভাগে রাফায়েল ভারানের সঙ্গে জুটি বাঁধবেন উপামেকানো। ফুই ফুলব্যাক হিসেবে থাকছেন জুলস কুন্দে ও থিও হার্নান্দেজ। গোলবারের সামনে প্রহরীর দায়িত্ব পালন করবেন যথারীতি অধিনায়ক হুগো লরিস।

আর্জেন্টিনা: (৪-৪-২) এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এঞ্জো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফ্রান্স: (৪-২-৩-১) হুগো লরিস (গোলরক্ষক), জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, রাফায়েল ভারানে, দাওত উপামেকানো, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, আঁতোয়ান গ্রিজম্যান, উসমানে দেম্বেলে, কিলিয়ান এমবাপে ও অলিভিয়ের জিরু।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago