দলের সঙ্গেই থাকতে চেয়েছিলেন বেনজেমা, বাধ সেধেছিলেন কোচ!

Karim Benzema

বছরটা ভালোই কাটছিল করিম বেনজেমার। ক্যারিয়ারের প্রথম ব্যালন-ডি-অর জিতেছেন এই বছরই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে যোগ দিয়ে পড়েন চোটে। তবু সতীর্থদের সঙ্গে থাকতে চেয়েছিলেন ডাগআউটে। কারণ শেষ দিকে ফিট হয়ে যাবেন প্রত্যাশা ছিল তার। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম ও টিম ডাক্তার ফ্রাঙ্ক লে গলের আপত্তির মুখে সম্ভব হয়নি সেটা।

ফরাসি গণমাধ্যম লা'কিপ তাদের এক প্রতিবেদনে জানায় ফ্রান্স দলের সঙ্গে তাকে না রাখায় স্টাফদের কেউর সঙ্গে যোগাযোগ রাখেননি বেনজেমা। মূলত ফরাসি স্কোয়াডের সঙ্গে থেকেই চোটের কি অবস্থা দাঁড়ায় তা দেখতে চেয়েছিলেন বেনজেমা, কিন্তু কোচ দেশম ও ডাক্তার ফ্রাঙ্ক একমত হননি তার সঙ্গে। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন ফরাসি তারকা।

এদিকে চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বেনজেমা। এমনকি এরমধ্যেই রিয়ালের হয়ে লেগানেসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। খেলেছেন ৬০ মিনিটেরও বেশি সময়। অর্থাৎ সঙ্গে রাখলে নকআউট পর্বে তাকে পেতে পারতেন দেশম।

এদিকে লা'কিপের আরেকটি প্রতিবেদনে জানানো হয়, বেনজেমাকে বিশ্বকাপ ফাইনালে খেলতে অনুরোধ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কিন্তু দেশমের উপর এতোই খেপেছেন যে, প্রেসিডেন্টের অনুরোধও ফিরিয়ে দিয়েছেন রিয়াল অধিনায়ক।

তবে বেনজেমা না থাকলেও মরুর বুকে ঠিকই বাজিমাত করেছে ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মতো তারা পৌঁছে গেছে বিশ্বকাপ ফাইনালে। রোববার রাত নয়টায় লুসাইল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তারা।

২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমা ছিলেন অনন্য। রিয়াল মাদ্রিদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এই দুটি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ছিলেন বেনজেমাই।

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

1h ago