ফাইনালের প্রথমার্ধে তিন রেকর্ড নিজের করে নিলেন মেসি

মাঠে নেমেই একটি রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরেকটি কীর্তির স্বাদ নিলেন তিনি। পরের মিনিটেই তৃতীয় অর্জনে নাম লেখালেন আর্জেন্টিনা অধিনায়ক।
রোববার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আলবিসেলেস্তেদের দুই গোলদাতা মেসি ও আনহেল দি মারিয়া।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের ২৫তম ম্যাচ খেলেন মেসি। ছুঁয়ে ফেলেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজকে। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটি নিজের করে নিলেন ৩৫ বছর বয়সী তারকা। এটি তার ২৬তম বিশ্বকাপ ম্যাচ।
ম্যাচের হিসাবের সঙ্গে সময়ের হিসাবেও শীর্ষে উঠে গেলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট খেললেন তিনি। সময়ের হিসাবে এতদিন শীর্ষে ছিলেন ইতালির সাবেক তারকা পাওলো মালদিনি। বিশ্বকাপে তিনি খেলেছিলেন মোট ২২১৭ মিনিট। ফাইনালের ২৪তম মিনিটে তাকে টপকে যান মেসি। এই ম্যাচের আগে ২১৯৪ মিনিট খেলেছিলেন পিএসজি ফরোয়ার্ড।
ফুটবলের সর্বোচ্চ আসরে এই নিয়ে ১২টি গোল করলেন মেসি। সঙ্গে ৮টি অ্যাসিস্ট। অর্থাৎ গোলে সরাসরি অবদান ২০টিতে। যা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার চেয়ে বেশি। এই দুই তারকাও রেখেছিলেন ১৯ গোলে অবদান। ফাইনালে গোল করে তাদের ছাড়িয়ে শীর্ষে উঠলেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি।
Comments