আর্জেন্টিনায় ফিরতে তর সইছে না মেসির

ছবি: এএফপি

অনেক আক্ষেপ, হতাশা, বেদনার পর অবশেষে লিওনেল মেসির হাতে ধরা দিলো বিশ্বকাপ। এতে নিশ্চিতভাবেই ভীষণ গর্বিত ও আনন্দিত আর্জেন্টিনার কোটি কোটি ফুটবল ভক্ত। ৩৬ বছরের শিরোপাখরা ঘোচাতে মেসির মুখ চেয়েই তো আশায় বুক বেঁধেছিলেন তারা! বর্ণাঢ্য ক্যারিয়ারের পরম আকাঙ্ক্ষিত সাফল্যের নাগাল পাওয়ার পর তাই নিজ দেশে ফিরে যেতে তর সইছে না ক্ষুদে জাদুকরের।

রোববার রাতে কাতার বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো তারা হয়েছে ফুটবলের সর্বোচ্চ আসরের চ্যাম্পিয়ন। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করেছিলেন মেসিই। তবে নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা ছিল স্কোরলাইনে। অতিরিক্ত সময়েও গোল করে ফের দলকে এগিয়ে নিয়েছিলেন মেসি। কিন্তু এমবাপে ম্যাচে নিজের দ্বিতীয় পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় শেষ হাসি হাসে কোচ লিওনেল স্কালোনির দল। 

সদ্য সমাপ্ত ফুটবলের মহাযজ্ঞে আর্জেন্টিনার প্রতিটি জয়ের পরই গ্যালারিতে বুনো উল্লাসে মাততে দেখা যায় ভক্তদের। মেসিদের সকল সাফল্য নেচে-গেয়ে উদযাপন করেন তারা। বিশ্বকাপ জয়ের পর রীতিমতো চূড়ায় পৌঁছায় উন্মাদনার পারদ। কাতারেই যখন এমন চিত্র, তখন আর্জেন্টিনাতে কী মাত্রায় উদযাপন চলছে তা বুঝে নিতে কষ্ট হয় না! আর সেটা ভালোভাবেই জানা আছে মেসির। নিজ দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে তাই যত দ্রুত সম্ভব শিরোপার আনন্দ ভাগাভাগি করতে চান তিনি।

ছবি: এএফপি

রোমাঞ্চকর ফাইনালের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এবারের আসরের গোল্ডেন বল জয়ী মেসি বলেন, 'এটা (বিশ্বকাপ জয়ের উদযাপন) কতটা পাগলাটে হতে চলেছে সেটা দেখার জন্য আর্জেন্টিনায় ফিরে যেতে আমার আর তর সইছে না।'

সোনালী ট্রফিটিকে 'পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস' আখ্যা দিয়ে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলা ফরোয়ার্ড যোগ করেন, 'এটা (চ্যাম্পিয়ন হওয়া) পাগলাটে ব্যাপার, এটা (বিশ্বকাপ শিরোপা) আপনাকে বাধ্য করে চাইতে। কিন্তু এটাই সবচেয়ে সুন্দর জিনিস। দেখুন, কেমন সুন্দর। আমি অনেক চেয়েছি। ঈশ্বর আমাকে এটা (বিশ্বকাপ শিরোপা) দিতে চলেছেন, আমার এমন একটা অনুভূতি ছিল। আমরা অনেক ভুগেছি। কিন্তু (শেষ পর্যন্ত) আমরা পেয়েছি।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago