‘নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে’, আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে

এবার বিশ্বকাপ ফুটবল ভীষণ অসুস্থ শরীরে উপভোগ করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। হাসপাতালে শুয়েও দেখছেন খেলা, জানিয়েছেন নিজের মত। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না তিনি। পেলের মতে এই অর্জনে নিশ্চয়ই অন্য কোন জগত থেকে হাসছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা।

রোববার রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে সমতায় ছিল ফ্রান্স-আর্জেন্টিনা। পরে টাইব্রেকারে বিশ্ব জয় করে লিওনেল মেসির দল। এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতল তারা। ১৯৭৮ সালে প্রথমবার জেতার পর ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছিলেন ম্যারাডোনা। 

ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো পেলে পুরো ম্যাচটা দেখছেন, তার মতে ফুটবল লিখেছে রোমাঞ্চকর গল্প,  'আজ ফুটবল তার গল্পটা বলেছে, বরাবরের মতো রোমাঞ্চকর পথে। মেসি প্রথমবার বিশ্বকাপ জিতেছে, যেটা তার প্রাপ্য। অভিনন্দন আর্জেন্টিনা, নিশ্চয়ই ডিয়েগো এখন হাসছে।'

মেসি ও আর্জেন্টিনাকে অভিনন্দন জানানোর পর ফুটবলের মহারাজা সমবেদনা জানান কিলিয়ান এমবাপেকে। ফাইনালের মতো বড় মঞ্চে দুই গোলে পিছিয়ে থাকার পর দুর্দান্ত ঝলকে দলকে খেলায় ফেরান এমবাপে। অতিরিক্ত সময়েও পিছিয়ে পড়া দল তার হ্যাটট্রিকে ফিরেছিল ম্যাচে। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুটও জিতেছেন এই ফরাসী। ২৩ বছর বয়েসে দুই বিশ্বকাপেই করে ফেলেছেন ১৩ গোল।

এমবাপের মাঝে পেলে দেখছেন দুর্দান্ত আগামী,  'আমার প্রিয় বন্ধু, এমবাপে ফাইনালে চার গোল করেছে (আসলে তিন)। এমন একজন দুর্দান্ত আগামীকে দেখতে পাওয়া কী দারুণ উপহার।'

এবার বিশ্বকাপে মরক্কো ছিল চমক। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনালে উঠে আসে তারা। মরক্কোর সাফল্যে আফ্রিকার জাগরণের কথাও উল্লেখ করেন পেলে,   'আমি মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলব না, অসাধারণ যাত্রা ছিল তাদের। দেখে ভালো লাগছে আফ্রিকা এগিয়ে যাচ্ছে।'

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago