দলের পারফরম্যান্স ও রেফারিং নিয়ে যা বললেন দেশম

Didier Deschamps
দিদিয়ের দেশম। ফাইল ছবি: সংগ্রহ

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দারুণ সব তারকাদের নিয়ে এবারও ছিল হট ফেভারিট। টুর্নামেন্টের আগে একের পর এক চোটের ছোবল পার করেও তারা পৌঁছে যায় ফাইনালে। তবে আসল লড়াইয়ের শেষ মুহুর্তে আর পেরে উঠেনি। এজন্য কয়েকজন খেলোয়াড়ের অসুস্থতাকে দায় দিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ফাইনালে রেফারিং নিয়ে অসন্তুষ্টিও আড়াল করেননি তিনি।

এবার বিশ্বকাপ জিততে পারলে ইতিহাসের অনন্য পাতায় নাম উঠে যেত দেশমের। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বজয়ের পর ২০১৮ সালে কোচ হিসেবেও জেতেন বিশ্বকাপ। এবার টানা আরেকটি জিততে পারলে ছাড়িয়ে যেতেন সবাইকে।

ইতালি ও ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জেতারও সুযোগ ছিল তাদের। রোববার দোহার লুসাইল মাঠে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারের স্নায়ুচাপে হার মানতে হয় ফরাসিদের। অতিরিক্ত সময় পর্যন্ত ৩-৩ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে তারা হারে ৪-২ গোলে।

ফাইনালের দুদিন আগে খবর বের হয় ডিফেন্ডার রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতেসহ অসুস্থ বেশ কয়েকজন তারকা। সুস্থ হয়ে তারা ফাইনালে নামলেও অসুস্থতার জের রয়ে গিয়েছিল বলে মত দেশমের,  'পুরো স্কোয়াডই একটি ট্রিকি পরিস্থিতি পার করেছে। সম্ভবত এটার শারীরিক ও মানসিক প্রভাব ছিল। কিন্তু যারা খেলেছে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন নেই, তারা শতভাগ ফিট ছিল।'

ফাইনালে প্রথমার্ধে একদম খুঁজেই পাওয়া যায়নি ফ্রান্সকে। ৭০ মিনিট থেকে ম্যাচে ফিরে তারা। কিলিয়ান এমবাপের ঝলকে সমতায় ফেরার পর তৈরি করে রোমাঞ্চকর পরিস্থিতি। শুরুর দিকে ম্যাচে থাকতে না পারার কারণ হিসেবে ক্লান্তির কথাও বলছেন তিনি, 'শেষ ম্যাচ খেলার পর চারদিনের মধ্যে নামতে হয়েছে। এটাকে অজুহাত দিচ্ছি না। আমরা আগের ম্যাচের মতো এনার্জি আনতে পারিনি। প্রথম ঘন্টা খানেক আমরা ম্যাচে ছিলাম না।'

ম্যাচ শেষে পোলিশ রেফারি সজিমোন মার্সিনিয়াকের সঙ্গে কড়া আলাপ করতে দেখা যায় দেশমকে। ম্যাচের মধ্যে আর্জেন্টিনার পাওয়া প্রথম পেনাল্টি নিয়ে আপত্তি ও অতিরিক্ত সময়ে লিওনেল মেসির করা গোলের আগে বিল্ডআপে অফসাইডের দাবি তুলেছিল ফ্রান্স। কিন্তু রেফারি সেসব আমলে নেননি।

যদিও শাস্তির খড়গে পড়ার চিন্তায় রেফারির সঙ্গে কি কথা হয়েছে তা বলতে চাননি দেশম, রেফারি মার্সিনিয়াকের পারফরম্যান্স নিয়ে বলেন, 'আমাকে সতর্ক হতে হবে (মন্তব্যের ক্ষেত্রে)। আমি যা দেখেছি আপনারাও তা দেখেছেন।'

রেফারির কিছু সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে গেলেও তাতে প্রতিপক্ষের অর্জনকে খাটো করে দেখছেন না ফ্রান্স কোচ,   'আরও খারাপ হতে পারত, আরও ভালো হতে পারত। খেলার আগে আর্জেন্টিনা কিছুটা ভাগ্যবান ছিল (ফিটনেস ইস্যুতে), কিন্তু তাদের থেকে আমি কিছু ছিনিয়ে নিতে চাই না, তারা কাপটা ডিজার্ভ করে। এমন না যে আমাদের বিপক্ষে কিছু সিদ্ধান্ত যাওয়ায় তারা জিতেছে। রেফারির সঙ্গে আমি কিছু আলাপ করেছি, সেটা আমি কাউকে জানাতে চাই না। এমনকি আমরা যদি জিততামও আজ তবু এই বিষয়ে উত্তর দিতাম না।'

এই ম্যাচে শুরুতে নিষ্প্রভ থাকলেও শেষ দিকে গা ঝাড়া দিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন এমবাপে। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জেতা তারকার হতাশার কথাও জানালেন দেশম, 'ফাইনালে কিলিয়ান তার ছাপ রেখেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যেভাবে চাইছিলাম সেভাবে শেষটা হয়নি। অন্য সব খেলোয়াড়ের মতই সে খুবই হতাশ।'

টানা দুটি বিশ্বকাপে কোচ ছিলেন। একবার কাপ জিতলেও আরেকবার ফাইনালে এসে হলেন হতাশ। এই পদে দেশম থাকবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন,   'আমি আমার খেলোয়াড় ও স্টাফদের নিয়ে দুঃখিত। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলাপ করে করনীয় ঠিক করব।'

Comments

The Daily Star  | English
IMF World Bank Spring Meetings 2025

IMF-World Bank meetings end with little tariff clarity, but economic foreboding

Many participants in the Spring Meetings had a sense that Trump's admin was still conflicted in its demands from trading partners

1h ago