সেরা তরুণ খেলোয়াড় এঞ্জোর কাছে বিশ্বকাপ জয় 'অমূল্য'

ছবি: এএফপি

প্রথম দুই ম্যাচে নামলেন বদলি হিসেবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জায়গা পেলেন শুরুর একাদশে। সুযোগ কাজে লাগিয়ে হয়ে উঠলেন আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সেনানী। অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হলেন এঞ্জো ফার্নান্দেজ। চোখে জল নিয়ে পরে বললেন, শিরোপা জয় তার কাছে অমূল্য এক পাওয়া।

রোববার বিশ্বকাপের জমজমাট ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এর আগে বারবার রং ছড়ানো লড়াই নির্ধারিত ও অতিরিক্ত ১২০ মিনিট মিলিয়ে শেষ হয় ৩-৩ সমতায়। তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতে আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্কালোনির অধীনে অবসান হয় তাদের ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার। অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি অধরা শিরোপাতে চুমু খেয়ে পান অমরত্ব। ফাইনালের পর এঞ্জোর হাতে তুলে দেওয়া হয় সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

২০২২ কাতার বিশ্বকাপে আলো ছড়ান ২১ বছর বয়সী ফুটবলার। আসরে আলবিসেলেস্তেদের সাত ম্যাচের সবকটিতে খেলেন তিনি। মাঠে পর্তুগিজ ক্লাব বেনফিকার সেন্ট্রাল মিডফিল্ডারের সরব উপস্থিতি আলাদা করে নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। কেবল সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে নিজের কাজ সীমাবদ্ধ রাখেননি তিনি। নিজে করেন এক গোল, অবদান রাখেন আরেকটি গোলেও।

গঞ্জালো মন্তিয়েলের নেওয়া স্পট-কিক জালে ঢোকার সঙ্গে সঙ্গে উল্লাসে মাতোয়ারা হয় আর্জেন্টিনার খেলোয়াড়রা। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে এঞ্জোর উদযাপনে আবেগ ছাপিয়ে যায় সমস্ত বাঁধ। গণমাধ্যমকে তিনি বলেন, 'এটা এমন একটা মুহূর্ত যা আমি জীবনেও ভুলব না। দেশের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ পাওয়া অমূল্য। চলো শিরোপা নিয়ে সবাই উদযাপন করি।'

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনার হয়ে মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে গোল করেন এঞ্জো। পোল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই সতীর্থ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে অ্যাসিস্ট করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

1h ago