এবার ইউনাইটেডকে শিরোপা জেতাতে চান লিসান্দ্রো

Lisandro Martinez

কাতার বিশ্বকাপ জয়ের আগে ৩৬ বছর ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরের ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিদের হাত ধরে সেই আক্ষেপ ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। শিরোপার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের অপেক্ষার প্রহর লাতিনদের মতো এতো দীর্ঘ না হলেও তাদেরও আছে আক্ষেপ। ছয় বছর আগে শেষ কোন ট্রফি জিতেছিল রেড ডেভিলরা। সদ্যই বিশ্বকাপ জয় করা আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ইংলিশ জায়ান্টদের এই শিরোখা করা কাটাতে চান বলে জানালেন তারই ক্লাব সতীর্থ স্কট ম্যাকটমিনে।

রোববার কাতার বিশ্বকাপের টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাস্ত করে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। আসরজুড়ে অত্যন্ত লড়াকু মানসিকতা প্রদর্শন করে মেসি ও তার দল। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেও শেষ পর্যন্ত তারাই হয় চ্যাম্পিয়ন। এই যাত্রায় পাঁচটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান ম্যানইউ সেন্টার ব্যাক লিসান্দ্রো। আর্জেন্টিনার আদম্য মানসিকতা তার মাধ্যমে ইউনাইটেডে ছড়িয়ে পড়েছে বলেই মনে করেন ম্যাকটমিনে।

বুধবার দিবাগত রাতে কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে বার্নলির মুখোমুখি হবে ম্যানইউ। সেই ম্যাচের প্রাক্কালে ফাইনাল জয়ের পর লিসান্দ্রোর সঙ্গে কি কথা হয়েছিল সেটা নিয়ে আলোকপাত করে ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার সংবাদকর্মীদের বলেন, 'আমি সেদিন (রোববার) লিসান্দ্রোকে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলাম ও সে বলেছিল, "আমরা পরবর্তী (শিরোপার) জন্য লড়ব (এবার)।" সে মাত্রই একটা বিশ্বকাপ জিতেছে, সুতরাং দলের মধ্যে এখন যে মানসিকতা আছে সেটা তার এই কথায় প্রকাশ পায়।'

ট্রফি জয়ই সাফল্যের একমাত্র সংজ্ঞা বলেও মত দেন ম্যাকটমিনে, 'সাফল্য বলতে সবসময় ট্রফি জয়কেই বোঝানো হবে এবং এটাই এই ফুটবল ক্লাবে (ম্যানইউ) সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এখন আমরা যাকে ম্যানেজার (এরিক টেন হাগ) হিসেবে পেয়েছি, আমাদের দারুণ সুযোগ রয়েছে (শিরোপা জয়ের) যাত্রা শুরু করার, বিশেষ করে এই বছর।'

প্রিমিয়ার লিগে শেষ কয়েকটি মৌসুম একেবারেই ভালো কাটেনি রেড ডেভিলদের। চলতি মৌসুমেও ১৪ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে আছে টেন হাগের শিষ্যরা। তবে শিরোপার আশা এখনও ছাড়ছেন না স্কটিশ মিডফিল্ডার, 'নিজেদের সামর্থ বাস্তবায়নের ও সত্যিকার অর্থেই (সাফল্যের জন্য) নিজেদের তাগিদ দেওয়া দারুণ একটি সুযোগ পেয়েছি আমরা। আমার ভেতরে অনুভূতি হচ্ছে এই বছর (২০২২-২৩ মৌসুমে) আমরা এটার (শিরোপার) জন্য লড়তে পারি ও এটা বারবারই দৃঢ়ভাবে সকল কোচ এবং (আমাদের) দল বলে আসছে।'

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago