বিশ্বকাপ না জিতলেও মেসিই সর্বকালের সেরা: ইনিয়েস্তা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পেরেছেন লিওনেল মেসি। সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি জয়ের পরই তাকে সর্বকালের সেরা মানছেন ফুটবল বোদ্ধারা। তবে ঠিক এমনটা মনে করছেন না মেসির সাবেক সতীর্থ আন্দ্রেয়াস ইনিয়েস্তা। বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টাইন অধিনায়ক সর্বকালের সেরাই থাকতেন বলে মনে করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পেরেছেন লিওনেল মেসি। সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি জয়ের পরই তাকে সর্বকালের সেরা মানছেন ফুটবল বোদ্ধারা। তবে ঠিক এমনটা মনে করছেন না মেসির সাবেক সতীর্থ আন্দ্রেয়াস ইনিয়েস্তা। বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টাইন অধিনায়ক সর্বকালের সেরাই থাকতেন বলে মনে করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

বার্সেলোনায় মেসির বেড়ে ওঠাটা খুব কাছে থেকেই দেখেছেন ইনিয়েস্তা। ১৪ বছর খেলেছেন একই তাঁবুতে। কাঁধে কাঁধ মিলিয়ে বহু যুদ্ধে জিতেছেন তারা। তাই সতীর্থ সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি। খুব কাছ থেকেই দেখেছেন মেসির কারুকার্য।

মেসির আগেই বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখেছেন ইনিয়েস্তা। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে তার গোলেই শিরোপা জিতেছিল স্পেন। তবে সর্ব কালের সেরা প্রশ্নে কখনোই দ্বিধা ছিল না এ তারকার। সম্প্রতি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, 'মেসিকে সেরা বিবেচনা করতে বিশ্বকাপ জেতার জন্য প্রয়োজন ছিল না। বিশ্বকাপ জিতুক আর নাই জিতুক, ওই সেরা।'

তবে বিশ্বকাপের আগে যারা মেসিকে সেরা মানতে চাননি তারা এখনও বিতর্ক করতে নানা অজুহাত খুঁজবেন বলে মনে করেন এ মিডফিল্ডার, 'আর আমি মনে করি, যে ব্যক্তি বিশ্বকাপ জেতার আগে এটা (মেসিকে সেরা) বিশ্বাস করেনি সে তার ধারণায় লেগে থাকার জন্য এখনও কোনো না কোনো অজুহাত খুঁজতে থাকবে।'

যেভাবে মেসিরা বিশ্বকাপ জিতেছেন তাতে তারাই যোগ্য চ্যাম্পিয়ন বলে মনে করেন তিনি, 'তবে, যাই হোক না কেন, আমি মনে করি এই শিরোপাটি শুধু ওর জন্যই নয়, আর্জেন্টিনার সবার জন্যই প্রাপ্য ছিল। কিভাবে ও প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রথম ম্যাচ হেরে শুরু করেছিল, এর জন্য অতিরিক্ত চাপ সহ্য করেছে। আমার কাছে ওই যোগ্য চ্যাম্পিয়ন।'

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice

26m ago