চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এবার মত দিলেন ভিলিয়ার্স

De Villiers -Bangladesh's prospects

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আফগানিস্তানের থেকেও বাংলাদেশকে পিছিয়ে রেখেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তার এমন এত সুনির্দিষ্ট না হলেও নাজমুল হোসেন শান্তদের নিয়ে আশাবাদী কথা শোনালেন না দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স।

৮ দলের আসরে অংশ নিতে যাওয়ার আগে নিজেদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার দলকে সেমিফাইনালে উঠতে দেখলেই বেশ অবাক হবেন ভিলিয়ার্স, একটি ইউটিউব চ্যানেলে এমন মতই দেন তিনি,  'আমি সত্যি করে যদি বলে তাহলে বাংলাদেশকে নকআউটে দেখছি না। বাংলাদেশি ভক্তরা হয়ত শুনতে পছন্দ করবে না। কিন্তু আমাকে সততার সঙ্গে বলতে হবে।'

ভিলিয়ার্স মনে করেন কিছু অঘটনের জন্ম দিতে পারে বাংলাদেশ, তবে সেমিতে যাওয়া হবে তাদের জন্য ভীষণ কঠিন,  'তাদের অবশ্যই কিছু দলকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। হয়ত এমনকি কোন বড় দলকেও (চমকে দিতে পারে)। কিন্তু সেমিফাইনালে যাওয়া দলটির জন্য বিশাল চ্যালেঞ্জ হবে।'

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিলো ২০১৭ সালে ইংল্যান্ডে। সেই আসরে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। অবশ্য সেমি নিশ্চিত করতে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধা পেয়েছিলো দলটি।

এবার 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিতে যেতে হলে থাকতে হবে সেরা দুইয়ে। কাজটা নিশ্চিতভাবেই কঠিন।

২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago