রোহিতকে প্রশ্নের সুযোগ মিলল না বাংলাদেশি সাংবাদিকদের

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় রোহিত শর্মার সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও গণমাধ্যম কর্মীদের অপেক্ষা বাড়ল। ভারতীয় অধিনায়ক মাঠে এলেন আরও আধাঘন্টা পর। পরে জানা গেল দুবাইর যানজটে আটকে দেরিতে আসায় অনুশীলনও সময় মতন শুরু হয়নি তাদের। ভারতীয় অধিনায়ক অবশ্য গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মিনিট বিশেক। তবে সেখানে ছিলো না বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের কোন সাংবাদিকই তাকে প্রশ্নের সুযোগ পাননি। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।  বুধবার সেই মাঠেই অনুশীলনের আগে রুটিন সংবাদ সম্মেলনে এলেন রোহিত। তবে ঠান্ডাজনিত কারণে নির্বিঘ্নে কথা বলতে পারলে না তিনি। কাশতে কাশতে আটকে গেলেন বারবার। 

টুর্নামেন্টের গুরুত্ব, ওয়ানডের খেলার ধরণ, স্পিন আধিক্য নানান বিষয়ের অনেক প্রশ্নে উত্তর দিলেন তিনি। তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে হলো না কোন প্রশ্ন। এই সংবাদ সম্মেলন কাভার করতে বেশ কয়েকজন বাংলাদেশি সাংবাদিকও ছিলেন, তারা বার কয়েক চেষ্টা চালিয়ে প্রশ্ন করার সুযোগ পাননি। 

এদিন দুবাই আইসিসি একাডেমি মাঠে অনুশীলন সারে বাংলাদেশ দল, ভারত সুযোগ পায় মূল মাঠে অনুশীলনের। 

শক্তি ও সাম্প্রতিক ছন্দের বিচারে দুই দল দাঁড়িয়ে বিপরীত মেরুতে। ভারত জাসপ্রিত বুমহার ছাড়া সেরা পছন্দের সবাইকে পেয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। বাংলাদেশ অন্য দিকে সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরে। সবশেষ দুই সিরিজেও হেরেছে।

তবে দুই দলের শক্তি-ছন্দ নিয়ে কোন কথা হয়নি রোহিতের প্রেসমিটে। বরং পুরো আসর ঘিরেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

আরও একটি আইসিসি আসর জিততে অনেক কিছু ঠিকঠাক করার দিকে নজর রোহিতের, 'দেখেন এই আসর শেষ হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর হতে চলল। প্রতিটি আইসিসি আসর আসলে গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফিও ভিন্ন নয়৷ এখানে সবার মতন আমরাও চ্যাম্পিয়ন হতে এসেছি৷ তবে কাজটা সহজ নয়। চ্যাম্পিয়ন হতে গেলে অনেক কিছু ঠিকঠাক করতে হবে৷'

 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago