শান্ত ও রিজওয়ানের কণ্ঠে একই সুর, ‘আশা করি, ভুল থেকে শিখতে পারব’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভীষণ হতাশায় শেষ হয়েছে বাংলাদেশের জন্য। টুর্নামেন্টের স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্যও একই কথা খাটে। দুই দলের নাজুক পারফরম্যান্সের মধ্যে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। ব্যাটিংয়ে তারা ভুগেছে, ফিল্ডিং ছিল সাদামাটা। সব মিলিয়ে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে দুই দলের ব্যবধান ছিল বিস্তর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে বিবর্ণ থাকার ক্ষেত্রে যেমন সাদৃশ্য দেখা গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে, তেমনি দুই দলের অধিনায়কের কথাতেও পাওয়া গেছে মিল। সেই বহুল ব্যবহৃত বাক্যটি আবার উচ্চারণ করেছেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ রিজওয়ান— ভুল থেকে শিক্ষা নিতে চান। যদিও অনেক সময়ই নিজেদের বিব্রতকর পারফরম্যান্সকে স্বীকার না করে বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য এই কথাগুলো বলা হয়ে থাকে।
ম্যাচ ভেস্তে যাওয়ার পর বাংলাদেশের দলনেতা শান্ত সম্প্রচারকদের কাছে বলেছেন, 'আশা করি, আমরা আমাদের ভুল থেকে শিখতে পারব। আমরা একটি যথাযথ পরিকল্পনা তৈরি করব এবং সেটা কার্যকর করব। ভালো ব্যাপার হলো, দুই ম্যাচেই আমরা ভালোমতো ঘুরে দাঁড়িয়েছিলাম এবং লম্বা সময় খেলায় ছিলাম।'
সম্প্রচারকদের কাছে পাকিস্তানের অধিনায়ক রিজওয়ানের কণ্ঠেও শোনা গেছে একই সুর, 'গত কয়েকটি খেলায় আমরা ভুল করেছি। আশা করি, আমরা এগুলো থেকে শিখতে পারব। আমরা সামনে নিউজিল্যান্ড সফরে যাচ্ছি এবং আশা করি, আমরা সেখানে পারফর্ম করতে পারব। নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো থেকে আমরা শিখতে পারব।'
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচ। ফলে দুই দলের মিলেছে ১ পয়েন্ট করে। নিজেদের আগের দুই ম্যাচেই লড়াইবিহীন কায়দায় হেরেছিল বাংলাদেশ ও পাকিস্তান। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তাদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। তবে পয়েন্ট সমান হলেও রান রেটের ব্যবধানে 'এ' গ্রুপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের অবস্থান সবার নিচে।
Comments