বিশ্বকাপে সম্ভাব্য সেরা পাঁচ পেসার বেছে নিলেন স্টেইন

dale steyn
ফাইল ছবি

অবাক করা বিষয় হলো বিশ্বকাপের সম্ভাব্য সেরা পাঁচ পেসারের তালিকায় মোহাম্মদ সিরাজের নাম সবার আগে বললেও জাসপ্রিট বুমরাহকে রাখলেন না ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক পেস তারকা রাখেননি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ককেও।

আইসিসির পোস্ট করা ভিডিওতে দেখা যায় স্টেইন বেছে নিচ্ছেন বিশ্বকাপে তার পছন্দের সেরা পাঁচ পেসার। তাতে সবার আগে তিনি বলেন সিরাজের নাম। ব্যাখ্যাও দেন 'আমার পাঁচ বোলার যাদের এই টুর্নামেন্টে নজর রাখতে হবে। ভারতের মোহাম্মদ সিরাজ, বল স্যুইং করিয়ে ভেতরে ঢুকাতে পারে। ভারতের মূল বোলার।'

এরপরেই স্বদেশী রাবাদাকে বেছে নেন স্টেইন,  'কাগিসো রাবাদা-আমার অন্যতম প্রিয় বোলার। অনেক বাউন্স আদায় করতে পারে, দারুণ গতিময়। ভারতের কন্ডিশন তার খুব চেনা।'

পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির কথা বলতে ভুলেননি স্টেইন। রোহিত শর্মার বিপক্ষে তার বোলিং দেখতে মুখিয়ে থাকবেন সাবেক প্রোটিয়া তারকা,  'শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখার মতো কিছু হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বল করবে।'

নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে নিয়ে অনেক বড় মন্তব্য করেছেন স্টেইন। বোল্ট এবার সর্বোচ্চ উইকেট পাবেন বলে বিশ্বাস তার, 'ট্রেন্ট বোল্ট- বল ভেতরে ঢুকাতে পারে, দারুণ উইকেট টেকার। আমার মনে হয় এবার বিশ্বকাপে সে সর্বোচ্চ উইকেট পাবে।'

সর্বশেষ নাম মার্ক উড। ইংলিশ গতিময় পেসার এবার গতির ঝড় তুলবেন বলে অনুমান স্টেইনের, 'মার্ক উড- এই লোকের প্রচণ্ড গতি আছে। অনেক উইকেট পায়। গতি দিয়ে ভীতি সঞ্চার করতে পারে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

4h ago