নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন নাসের হুসেইন।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারত বিশ্বকাপের অন্যতম দাবীদার পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দেশে খেলা হলেও দুই দেশের কন্ডিশনে ব্যাপক মিল থাকায় এমনটা মনে করছেন তারা। কিন্তু এমনটা ভাবছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনও। কিন্তু তারা নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে বলে মনে করেন তিনি।

পাকিস্তান দলকে বরাবরই সবাই আনপ্রেডিক্টেবল বলে থাকে। যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তারা। সবশেষ এশিয়া কাপে ফেভারিটের তকমা নিয়ে খেলতে গিয়ে এক অর্থে তলানিতে থেকে আসর শেষ করেছে তারা। ভারতের বিপক্ষে তো রেকর্ড ব্যবধানে হারে। তবে আনপ্রেডিক্টবল বলে যে কোনো কিছুও করতে পারে বলে মনে করেন নাসের।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেছেন, 'পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে।'

তবে শুরুতে হেরে আবার টানা জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও রাখে বলে মনে করেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, 'গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করে দেখুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল। তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।'

অস্ট্রেলিয়া অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হেরে বাদ পড়ার শঙ্কায় ছিল পাকিস্তান। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে খেলে ফাইনালও। যদিও ফাইনালে অজিদের কাছে হারে দলটি। তবে নিজেদের চরিত্র আরও একবার জানিয়ে যায় দলটি। এবারও এমন কিছু হতে পারে বলে মনে করেন নাসের।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

38m ago