ভারতে ফুরফুরে মেজাজে টাইগাররা
বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার কয়েক দিন আগে তামিম ইকবালকে বাদ দেওয়াকে কেন্দ্র করে টালমাটাল হয়ে পড়ে দেশের ক্রিকেট। এর প্রভাব দলের পারফরম্যান্সে না পড়ে এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। একই সঙ্গে ড্রেসিং রুমে তাদের অবস্থান কেমন হয় তাও ছিল ভাবনার বিষয়। তবে সবকিছু পেছনে ফেলে ভারতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন টাইগাররা।
গত বুধবার সন্ধ্যায় বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। এর পরদিন বৃহস্পতিবারই গুয়াহাটিতে দলীয় অনুশীলনে নামে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া ভিডিওতে সেদিনই বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। এদিন আইসিসির দেওয়া একটি ভিডিওতে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে তাদের।
মূলত টাইগারদের ফটোসেশনের একটি ভিডিও প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুদিন আগে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে সাকিব-তাসকিনদের ছবি পোস্ট করেছিল সংস্থাটি। আজ মঙ্গলবার পোস্ট করা ভিডিওতে উপস্থাপক সেজে টাইগার ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন স্পিনার নাসুম আহমেদ।
ভিডিওর শুরুতে পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদকে দেখা যায় কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের উদযাপনের অনুকরণ করতে। এরপর ব্যাট হাতে চিৎকার করতে দেখা যায় অধিনায়ক সাকিব আল হাসানকে। মেহেদী হাসান মিরাজ নাচতে থাকেন। চিরচেনা দুই পায়ে দুই হাত দিয়ে কোমর দুলিয়েছেন।
প্রথমেই মিরাজের সঙ্গে কথা বলেন নাসুম। ভারতে খেলার অনুভূতি জানিয়ে বলেন, 'আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।' এ সময় তার সামনে আসেন নাজমুল হোসেন শান্ত। 'সে আমাদের সহ-অধিনায়ক...' বলে কথা বলতে শান্তকে মাইক্রোফোনের সামনে আনতে চেষ্টা করেও পারেননি মিরাজ।
এ সময়ে চা পান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম তার কাছে গেলে জানান তাকে চা বানিয়ে খাওয়ান নাসুম। এমনকি নাসুমের চা যেকারো চেয়ে ভালো বলেন সাইলেন্ট কিলার। এরপর ভারতে খেলার অভিজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, 'ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার।'
শেষদিকে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে যান নাসুম। তবে হাসতে হাসতে কোনো কথা বলতে রাজী হননি অধিনায়ক, 'আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই।'
Comments