‘ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি’

ওপেনিং নিয়ে প্রতিদিন শত শত কথা শুনে হয়ত বিরক্তই হয়ে গেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন প্রশ্নের সামনে পড়ে ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিতে বলেছেন।
গত ১২ মাসে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন ৯ জন। মেইকশিফট ওপেনার হিসেবে খেলে মেহেদী হাসান মিরাজ তিন ইনিংসে এক ফিফটি আর এক সেঞ্চুরি করে এই সময়ে সবচেয়ে সফল। বাকি নিয়মিত ওপেনারদের কারো ব্যাটেই মিলছে না ধারাবাহিকতা। যদিও দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস ইংল্যান্ডের বিপক্ষে ফিরেছেন রানে। কিন্তু তার সঙ্গে নামা তানজিদ হাসান তামিম এখনো ভুগছেন।
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ওপেনিং জুটি থেকে এসেছে ১৯ ও ১৪ রান। প্রথম ম্যাচে ৫ রানে রানআউট হওয়া তানজিদ ইংল্যান্ডের বিপক্ষে করেন ১ রান।
স্বাভাবিকভাবে টপ অর্ডার নিয়ে উঠছে প্রশ্ন। সহ-অধিনায়ক শান্ত এমন প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে চিন্তা বাদ দেওয়ার আহবান করেন, 'আমার মনে হয় ওপেনিং নিয়ে আর চিন্তাই না করি। ওপেনিংটাই বাদ দিয়ে দেই। (হাসি) আমার মনে হয় যে, এখানে টপ অর্ডারে যারাই আছে, তারা খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে আসছে। আমার মনে হয়, এক দুইটা ভালো ইনিংস ওই ব্যাটারকে ভালো আত্মবিশ্বাস এনে দিবে। এখানে কেউই এমন না যে নির্ভার আছে। সবাই দলের জন্য সবাই চেষ্টা করছে। আশা করছি, টপ অর্ডার থেকে সামনের ম্যাচ থেকে ভালো স্কোর আসবে।'
দলের সহ-অধিনায়ক ও ব্যাটিংয়ের ভরসা শান্ত চান সব পজিশনের ব্যাটাররাই খেলুন মন খুলে, 'আমরা কত বেশি সাহস নিয়ে ব্যাট করছি। মন খুলে, কতটুকু স্বাধীনতা নিয়ে ব্যাটিং করছি এটা জরুরি। প্রত্যেকটা দলের ব্যাটার যারা রান করছে আমার মনে হচ্ছে খুব আরামেই রান করছে। মন খুলে-স্বাধীনতা নিয়ে ব্যাটিং করাটা জরুরি। সবাই এখানে স্কিলফুল। যদি আমরা ওই স্বাধীনতা নিয়ে ব্যাট করি, তাহলে ভালো করা সম্ভব। কারণ, কোচিং স্টাফ, অধিনায়ক সবার কাছ থেকে আমাদের ওই স্বাধীনতা আছে।'
Comments