হারেও যেখানে সন্তুষ্টি খুঁজে পাচ্ছেন শান্ত

Najmul Hossain Shanto

৪৩ বল বাকি থাকতেই হেরে যায় বাংলাদেশ। আদতে তো বাংলাদেশের হার নিয়তিতে লেখা হয়ে গিয়েছিল তারও অনেক আগেই। ৮ উইকেটের সে হারে তবু সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত একটা জায়গা নিয়ে সন্তষ্ট। সেটা হচ্ছে পেস বোলিং।

ম্যাচ শেষে প্রেজেন্টশনে শান্ত বলেন, 'আমাদের পেসাররা ভালো করেছেন। আমার মনে হয়, আমাদের সবচেয়ে বড় উন্নতির জায়গা, এই পেস বোলিং বিভাগ। তবে আমাদের ভালো ব্যাটিং করতেই হবে।'

মোস্তাফিজুর রহমান ৮ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। তাসকিন ৮ ওভারে ৫৬ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য। শরিফুলও ৭.৫ ওভারে ৪৩ রান খরচায় কোন উইকেট পাননি। তিন পেসার মিলে ২৩.৫ ওভারে ৫.৬৬ ইকোনমিতে বল করলেও উইকেট এনেছেন মাত্র একটি।

তারপরও শান্তর পেসারদের প্রশংসার কারণ, শুরুতে তাদের বোলিং। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে কনওয়ে-উইলিয়ামসন ভালোই ভোগান্তিতে পড়েছিলেন। প্রথম ১৪ ওভারই করেন পেসাররা, যেখানে ৬৫ রানে ১ উইকেট নিয়েছিলেন তারা। এরপর যদিও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

মূলত ম্যাচের ভাগ্য ব্যাটিংয়েই নির্ধারিত হয়ে গিয়েছিল। সেটিতে শান্ত জোর দিয়েছেন বেশি করে, 'আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা ভালো শুরু করতে পারিনি ব্যাট হাতে। আমরা শেষ ম্যাচেও প্রথম ১০-১৫ ওভারে খারাপ ব্যাটিং করেছি।'

উইকেটকে দোষ না দিয়ে শুরুর ধাক্কাটা সামাল দেওয়ার কথাই বলেছেন শান্ত, 'উইকেট ভালো ছিল। নতুন বলে কিছু বাউন্স মিলেছে। আমাদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আমরা যদি কিছুটা সতর্কভাবে প্রথম ১০-১৫ ওভার কাটিয়ে দেই, তাহলে আমরা ভালো করতে পারব।' আজও বাংলাদেশ ১২ ওভার ১ বলেই হারিয়ে ফেলেছিল ৫৬ রানে ৪ উইকেট।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

50m ago