আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আফগানদের ঐতিহাসিক জয়ের নায়ক গুরবাজের শাস্তি

এবারের বিশ্বকাপে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করে প্রথম শাস্তি পেলেন গুরবাজ

আফগানদের ঐতিহাসিক জয়ের নায়ক গুরবাজের শাস্তি

শাস্তি পেলেন রহমানউল্লাহ গুরবাজ

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার অন্যতম নায়ক ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের ভিত্তি গড়ে দিয়ে খেলেছিলেন দারুণ এক ইনিংস। তবে এমন ম্যাচে শাস্তিও পেতে হলো আফগান ওপেনারকে। রানআউট হয়ে ফেরার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় তাকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ইংল্যান্ডের বিপক্ষে ইব্রাহিম জাদরানের সঙ্গে ১১৪ রানের ওপেনিং জুটি গড়ে নিজেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন গুরবাজ। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটা হয়তো পেতেও পারতেন। কিন্তু ইনিংসের ১৯তম ওভারে অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির সঙ্গে ভুল–বোঝাবুঝিতে ৫৭ বলে ৮০ রান করে রানআউট হয়ে হয়ে যান তিনি। সাজঘরে ফেরার পথে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান গুরবাজ। যা আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ধরনের অপরাধ।

একই সঙ্গে ফেরার পথে বাউন্ডারি সীমানার দড়িতে ব্যাট দিয়ে আঘাত করার পর ডাগআউটে একটি চেয়ারেও ব্যাট দিয়ে আঘাত করেন গুরবাজ। যা আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২ ধরণের অপরাধ। এই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, গ্রাউন্ড সরঞ্জাম বা ফিক্সচার এবং ফিটিংগুলোর কোনো ধরণের অপব্যবহার করা যাবে না। এই অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক ভর্ৎসনা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। তবে সর্বনিম্ন শাস্তিই পেয়েছেন গুরবাজ।

তবে গুরবাজ নিজের অপরাধ স্বীকার করে নিলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।  গত ২৪ মাসে এটিই প্রথম শাস্তি তার। একজন খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টে পেলে তা নিষেধাজ্ঞায় রূপান্তরিত হয় এবং খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago