পাকিস্তানকে ফের হারিয়ে মেয়েদের ঐতিহাসিক সিরিজ জয়

টি-টোয়েন্টি সংস্করণে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ।
ছবি: বিসিবি

ব্যাটারদের সম্মিলিত অবদানের পর বোলাররাও একত্রে ভূমিকা রাখলেন। দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ফের হারিয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সংস্করণে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ল তারা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ রানে জিতেছে টাইগ্রেসরা। টস হেরে আগে ব্যাট করে তাদের ৬ উইকেটে ১২০ রানের জবাবে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে করতে পারে ১০০ রান। একই ভেন্যুতে আগের টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। চার বছর পর এমন কিছুর স্বাদ পেল তারা। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ২-১ ও ২০১৯ সালে থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ওই দুটি সিরিজই অনুষ্ঠিত হয়েছিল ভিনদেশে। আয়ারল্যান্ডকে তাদের মাটিতে মোকাবিলা করলেও থাইল্যান্ডের বিপক্ষে মেয়েরা খেলেছিল নেদারল্যান্ডসের মাঠে।

পঞ্চমবারে এসে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে দুবার ৩-০ ও দুবার ২-০ ব্যবধানে হেরেছিল তারা।

ব্যাটিংয়ে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আসেনি বড় কোনো জুটি। পঞ্চম উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েন স্বর্ণা আক্তার ও রিতু মনি। তাদের কল্যাণেই লড়াইয়ের পুঁজি মেলে স্বাগতিকদের। পাঁচে নামা স্বর্ণা সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২২ বল মোকাবিলায় তিনি মারেন একটি করে চার ও ছক্কা।

ছয়ে নামা রিতু ২১ বলে ২ চারে করেন ১৯ রান। ওপেনার মুর্শিদা খাতুন ২ চারে ২০ রান করতে খেলেন ২৮ বল। এছাড়া, দুই অঙ্কে যান শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি ও অধিনায়ক জ্যোতি। পাকিস্তানের হয়ে ৩৪ রানে ২ উইকেট নেন ডায়ানা বেগ।

লক্ষ্য তাড়ায় নামা সফরকারীদের ইনিংসে প্রথম ওভারেই আঘাত করেন পেসার মারুফা আক্তার। তিনে নামা বিসমাহ মারুফ একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়া। পাকিস্তানের দলনেতাও ছিলেন খোলসে বন্দি। তাকে ছেঁটে ফেলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৪৪ বলে ২ চারে তিনি করেন ৩০ রান।

৭২ রানে ৬ উইকেট খোয়ানো পাকিস্তান শেষদিকে হারের ব্যবধান কমায় ইরাম জাভেদ ও উম্মে হানির ব্যাটে। বিসমাহ বাদে কেবল তারা দুজনই দুই অঙ্কে যান। বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন লেগ স্পিনার রাবেয়া খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

আগামী রোববার একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

Comments

The Daily Star  | English

Mob justice is just murder

Sadly, when one lynching can be said to be more barbaric than another, it can only indicate the level of depravity of some our university students

18m ago