আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

যেখানেই শট খেলি হাতে চলে যাচ্ছে, ক্যাচ হচ্ছে: মিরাজ

বিশ্বকাপে বাংলাদেশের খারাপ খেলার পেছনে ভাগ্যকে দায় দিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলছেন, তারা তাদের মারা শটগুলো সব ফিল্ডারের হাতে চলে যাচ্ছে আবার বল করতে গেলেও হয়ে যাচ্ছে গড়বড়।

কলকাতা থেকে

যেখানেই শট খেলি হাতে চলে যাচ্ছে, ক্যাচ হচ্ছে: মিরাজ

মেহেদী হাসান মিরাজ

বিশ্বকাপে বাংলাদেশের খারাপ খেলার পেছনে ভাগ্যকে দায় দিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলছেন, তারা তাদের মারা শটগুলো সব ফিল্ডারের হাতে চলে যাচ্ছে আবার বল করতে গেলেও হয়ে যাচ্ছে গড়বড়।

টানা ছয় ম্যাচ হেরে মঙ্গলবার বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হন সাকিব আল হাসানরা। এদিনও বাংলাদেশের হরের কারণ হয়েছে ব্যাটিং।

বেশ ভালো উইকেটে আগে ব্যাটিং বেছে মাত্র ২০৪ রানে গুটিয়ে যায় দল। ওই রান তাড়া করতে গিয়ে ১০৫ বল আগেই ম্যাচ শেষ করে দেয় পাকিস্তান। আগের পাঁচ ম্যাচেও প্রতিপক্ষের সঙ্গে একইরকম আত্ম সমর্পণ করতে দেখা যায় দলটিকে।

দলের হয়ে গণমাধ্যমে কথা বলতে এসে মিরাজ ব্যর্থতার অদ্ভুত এক কারণ জানান,  'দিনশেষে আমাদের ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করেছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। একটা জিনিস দেখেন অনেক সময় ভাগ্য কাজ করছে না। আমরা যেখানেই শট খেলি হাতে চলে যাচ্ছে, ক্যাচ হচ্ছে না হলে ফিল্ডার ধরছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে (নেতিবাচক)। যেটা কখনই হয়নি, বিগত তিন বছরে ওয়ানডে আমরা খেলেছি। আমার মনে হয় ভাগ্যটা কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।'

এই হারের পর বিশ্বকাপ থেকে বিদায় তো নিশ্চিত হয়েছেই, শঙ্কায় পড়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও। বাকি দুই ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য কত বড় বিপর্যয়ের কারণ হতে পারে, এমন প্রশ্ন মিরাজ বুঝতেই পারেননি। রসিকতা করে যে উত্তর দিয়েছেন তা প্রশ্নের কাছাকাছিও যায়নি,  'চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা না খেলতে পারি আমাদের সবার জন্যই খারাপ লাগবে। আমাদের জন্য খারাপ লাগবে, আপনাদের জন্যও খারাপ লাগবে। কারণ আপনারাও তো ইয়ে (নিউজ) করতে পারবেন না।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago